রাজু আহমেদ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অপূর্ণতার বেদনা নিয়ে পুনরায় তুমি

অপূর্ণতার বেদনা নিয়ে পুনরায় তুমি
অপূর্ণতার বেদনা নিয়ে পুনরায় তুমি

যেখানে সূর্যাস্তের রক্তিম আভা শেষ হয়, সেখানেই আবার সূর্যোদয়ের প্রতিশ্রুতি জেগে ওঠে। ঠিক তেমনি, ভালোবাসার অধ্যায়ও কখনো সম্পূর্ণ শেষ হয়ে যায় না। শুধু পাতা উল্টায়, আবার নতুন করে লেখা শুরু হয়। ‘পুনরায় তুমি’ নাটকের পর্দায় ফুটে উঠেছে এমনই এক প্রেমকাহিনি, যেখানে হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অনুরাগ আবার জেগে ওঠে অপ্রত্যাশিত মিলনের মধুর মুহূর্তে।

দুটি প্রেমিক হৃদয়ের দূরত্ব যখন সময়ের হাতছানিতে মিলিয়ে যায়, তখন শুধু রয়ে যায় স্মৃতির সুগন্ধি আর অপূর্ণতার বেদনা। ‘পুনরায় তুমি’ নাটকে গালিব আর ফারহার প্রেমের যাত্রাপথও এমন কাঁটা বিছানো—যেখানে বিরহ-বেদনার অশ্রুসিক্ত পথ পেরিয়ে আবার জন্ম নেয় নতুন ভোরের আশা।

নির্মাতা মিথুন আহমেদের এই অনন্য সৃষ্টিতে মীর রাব্বী চরিত্রায়িত ‘গালিব’, যার সাহিত্যিক মনের গভীরতা তাকে করেছে অনন্য, আর প্রিয়ন্তী উর্বীর ‘ফারহা’ চরিত্রটি এক রহস্যময়ী প্রেমিকা, যার হৃদয়ের দ্বার খুলতে দর্শকদের ভাসতে হবে ভালোবাসার গভীর সাগরে। তিনি বলেন, ‘জীবনের চাকা যখন ঘুরে যায়, তখন অনেক কিছুই বদলে যায়; কিন্তু হৃদয়ের গভীরে লুকানো প্রেম কখনোই মরে না। আমরা যখন সাফল্যের শিখরে পৌঁছাই, তখন প্রায়ই ভুলে যাই সেই হাত, যে হাত ধরে শুরু করেছিলাম যাত্রা। ‘পুনরায় তুমি’ এমনই একটি কাহিনি, যেখানে হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতি আবার ফিরে আসে অপ্রত্যাশিত মিলনের মাধ্যমে।’ নাটকের আকর্ষণ আরও বাড়িয়েছেন আশিক খান চৌধুরী, তাসলিমা তাহারিন, পাপ্পু, প্রিয়াংকাসহ আরও অনেক অভিনেতা-অভিনেত্রী তাদের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে।

মীর রাব্বী তার চরিত্র সম্পর্কে বলেন, ‘নদীর দুই তীরে দাঁড়িয়ে থাকা দুটি হৃদয়ের মতো, গালিব আর ফারহা—একে অপরের জন্য জন্ম নেওয়া, কিন্তু নিয়তির খেলায় বিচ্ছিন্ন। আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে, যখন আমরা ভুলে যাই সেই শপথগুলো, যা কখনো ভাঙার কথা ছিল না।’

প্রিয়ন্তী উর্বী মুগ্ধ কণ্ঠে বলেন, ‘ভালোবাসার এই যাত্রাপথে মিষ্টি-তিক্ত অনুভূতির যে রোমাঞ্চ, তা দর্শক হৃদয়ে গেঁথে যাবে। মীর রাব্বীর সঙ্গে অভিনয় করা আমার জন্য সবসময়ই বিশেষ, আমাদের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করি।’

নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ও সেখানকার এক ঘন জঙ্গলের ভেতরে কিছু দারুণ লোকেশনে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মাঝে গল্পের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।

ঈদের প্রথম সপ্তাহে ইউটিউবে প্রকাশিত হবে ‘পুনরায় তুমি’ একটি প্রেমকাহিনি যা বলে যাবে, ভালোবাসা কখনোই শেষ হয়ে যায় না, শুধু থেমে থাকে সময়ের কোনো এক বাঁকে, আবার ফিরে আসার অঙ্গীকারে। জীবনের অসংখ্য ঝড়-ঝাপ্টা পেরিয়েও দুটি প্রেমিক হৃদয় যখন আবার মিলিত হয়, তখন সেই পুনরাবৃত্তিই হয়ে ওঠে জীবনের সবচেয়ে মধুর সিম্ফনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

অল্পতেই পার পেলেন রুডিগার!

১০

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

১১

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

১২

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

১৩

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

১৪

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

১৫

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

১৬

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

১৭

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

১৮

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

১৯

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

২০
X