একটি বিজ্ঞাপনে তুলনামূলকভাবে বেশি ফর্সা দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানাকে। জানা গেছে, ওই বিজ্ঞাপনে কালার কারেকশনের মাধ্যমে গায়ের রং ফর্সা করা হয়েছে তার। এতেই চটেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন শাহরুখকন্যা।
আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা। প্রতিষ্ঠানটির প্রথম বিজ্ঞাপনে গায়ের রং ফর্সা করে সমালোচনার মুখে পড়তে হলো তাকে।
মূলত বিজ্ঞাপনটি ছিল লিপস্টিকের। সেখানে চিৎকার করতে দেখা গেছে সুহানাকে। তার ঠোঁটে টকটকে লাল রং মাখা ছিল। গায়ের রঙও ছিল প্রায় দুধসাদা। ত্বকের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে।
আরও পড়ুন : সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপাকে উরফি
নেটিজেনদের একজন লিখেছেন, ‘সুহানা খান হচ্ছেন কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’ কেউ আবার রেগে গিয়ে লেখেন— ‘সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য শেডের লিপস্টিক পরানো যেত।’ কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে তার ত্বকের আসল রংটা নষ্ট করার কোনো দরকার ছিল কি?’ কারও আবার সোজাসাপটা জিজ্ঞাসা— ‘ওর গায়ের রং ফর্সা করার দরকার কী?’
এসব সমালোচনার বিষয়ে সুহানা কোনা মন্তব্য করেননি। জানা গেছে, শিগগিরই ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে তার।
মন্তব্য করুন