

ফের মেজাজ হারালেন জয়া বচ্চন। বর্ষীয়ান এই অভিনেত্রী ও রাজনীতিক আবারও খবরের শিরোনামে, তবে সিনেমা বা সংসদের জন্য নয়, বরং তীব্র ক্ষোভে ফেটে পড়া কয়েকটি কথার জন্য। ছবিশিকারিদের প্রতি তার দীর্ঘদিনের বিরক্তি এবার যেন ছাপিয়ে গেল সব সীমা, ক্যামেরা তাক করতেই মুহূর্তেই বিস্ফোরণ। শুধু তাই নয়—সাংবাদিকদের পেশাদারত্ব নিয়েও তলোয়ারের মতো ধারালো মন্তব্য ছুড়ে দিয়েছেন জয়া। বলি-পাড়ায় প্রশ্ন এখন একটাই—আর কত দূর যাবে এই ‘বদমেজাজের’ গল্প?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তার ছবি তুলতে আসা ব্যক্তিদের পোশাক, শিক্ষাগত যোগ্যতা এবং আচরণের তীব্র সমালোচনা করেছেন জয়া। তার মত, নোংরা পোশাক পরা, হাতে চারটি মোবাইল ফোন নিয়ে আসা এই ব্যক্তিরা সাংবাদিক হতে পারে না।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জয়া। বলেন, ‘এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে। তাই ভালো করে জানি সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে, নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?’ ক্ষোভের সাথে যোগ করেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, এরা কারা? ওদের কি কোনো পড়াশোনা আছে?’
প্রসঙ্গত, জয়া বচ্চনের বাবা তরুণকুমার ভাদুড়ীও একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন। বাবার সাংবাদিকতার সূত্রে তিনি মনে করেন, বর্তমান ছবিশিকারিদের আচরণ ও বেশভূষা পেশাদার সাংবাদিকতার রীতির পরিপন্থি।
মন্তব্য করুন