

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন। দীর্ঘ ১৬-১৭ বছরের স্বৈরাচারবিরোধী, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শত সহস্র শহীদের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। মুক্ত স্বাধীন পরিবেশে আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা (কক্সবাজার-১) মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে নির্বাচনী গণসংযোগে এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এই ভোটাধিকার অর্জনের জন্য রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠীর ফ্যাসিবাদী শেখ হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে আবার এবং সবার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার অধিকারসহ নাগরিকদের সব অধিকার বাস্তবায়ন হবে। বিএনপির পক্ষ থেকে ২০২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই দেশে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের শপথ আমরা নিয়েছিলাম, সেটির সময় এসেছে। তারুণ্যে প্রতীক তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আগামীতে সবার জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। এই দেশে সব নাগরিকদের সুচিকিৎসা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে।
সকাল সাড়ে ১০টায় মগনামা পীরে কামেল জাফর শাহ হুজুরের কবর জিয়ারত করে নিজ নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় তৃতীয় দিনের দিনের মতো গণসংযোগ শুরু করেন সালাহউদ্দিন আহমদ। এ সময় মগনামা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে সর্বস্তরের মানুষের ঢল নামে। দুপুরে তিনি উজানটিয়া ইউনিয়নের গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
মন্তব্য করুন