বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে চমক দেখাতে প্রস্তুত বলিউড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণী ছবির দাপট আর ওটিটি জোয়ারের মাঝেও ২০২৫ সালে বলিউড বুঝিয়ে দিল এখনো তার আগুন নেভেনি। বছরের শুরুতে ‘ছাবা’ দিয়ে আত্মবিশ্বাসী যাত্রা, মাঝপথে প্রেম–রোম্যান্সে দর্শক টেনেছে ‘সাইয়ারা’, আর বছরশেষে ‘ধুরন্ধর’ হয়ে উঠেছে বক্স অফিস কাঁপানো চমক। এই সাফল্যের ধারাবাহিকতা থামছে না আগামী বছরেও। ২০২৬ সাল জুড়েই পর্দা দখল করতে প্রস্তুত শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, রণবীর কাপুরদের মতো সুপারস্টারদের একগুচ্ছ বিগবাজেট ছবি। শুধু বলিউড নয়, টলিউডেও তৈরি হচ্ছে ‘মাস্ট ওয়াচ’ সিনেমার ভারী তালিকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৬ সালে বেশ কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এবং সিনে সিক্যুয়েল থাকছে বলিউডের ঝুলিতে। সেই তালিকায় কোন কোন সিনেমা রয়েছে? আগে সেগুলোই বলা যাক। হৃতিক রোশনের পরিচালনায় ‘কৃশ ৪’ আসার কথা নতুন বছরে। শুধু পরিচালনা নয়, অভিনেতা হিসেবে দ্বৈত ভূমিকায় কেমন চমক দেন গ্রিক গড? চোখ থাকবে সেদিকে।

বিতর্ক, আইনি জটিলতা পেরিয়ে মাসখানেক আগেই ‘হেরা ফেরি ৩’র শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেঠি। ২০২৬ সালে বহুল প্রতীক্ষিত এই সিনেমা মুক্তি পাওয়ার কথা।

অজয় দেবগনের হিট থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় সিক্যুয়েলের পাশাপাশি আসছে টাইগার শ্রফের ‘বাগি ৪’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’, রানি মুখার্জির নারীকেন্দ্রিক হিট ফ্র্যাঞ্চাইজি ‘মার্দানি ৩’।

এদিকে বিগ বাজেট সিনেমার তালিকাও কম নয়। বিগত তিন বছর ধরে চর্চায় থাকা নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম পর্ব ২০২৬ সালেই মুক্তির আলো দেখবে। যে সিনেমার জন্য হাড়ভাঙা খাটুনি করেছেন রণবীর কাপুর। এবার দেখার পালা রামের ভূমিকায় কতটা নজর কাড়েন রণবীর।

মেগাবাজেট সিনেমার তালিকায় রয়েছে শাহরুখ খানের ‘কিং’ও। যে ছবিতে প্রথমবারের জন্য পিতা-পুত্রী শাহরুখ-সুহানা এক ফ্রেমে ধরা দেবেন। এ ছাড়াও দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসিদের মতো তারকামুখের ভিড় ‘কিং’য়ে।

এ ছাড়া বহু প্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল মুখ্য ভূমিকায়। ক্যামিও চরিত্রে চমক হিসেবে পাওয়া যেতে পারে শাহরুখকে।

শাহরুখ-রণবীরের পাশাপাশি সালমান খানের দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’ও মুক্তি পেতে চলেছে নতুন বছরে।

দক্ষিণী সিনেমা হলেও প্রভাসের ‘ফৌজি’ সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। যশের ‘টক্সিক’ নিয়েও উন্মাদনার পারদ চড়েছে। এই সিনেমায় একেবারে ভিন্ন চরিত্রে ধরা দেবেন কিয়ারা আদভানি। অন্যদিকে ছত্রপতি শিবাজী মহারাজের বায়োপিক হিসেবে নতুন বছরে মুক্তির আলো দেখবে ‘দ্য প্রাইড অব ভারত’।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় ভাগও মুক্তি পাচ্ছে ২০২৬ সালের মার্চে। অতঃপর ছাব্বিশের বলিউড বক্স অফিসে যে ‘বিস্ফোরণ’ অপেক্ষামাত্র, তা বলাই বাহুল্য।

মেগাবাজেট থ্রিলার-অ্যাকশন, রোম্যান্স থেকে দেশাত্মবোধক ঘরানার পাশাপাশি ছাব্বিশ সালে দমফাটা হাসির গল্পও রয়েছে বলিউডের ঝুলিতে। প্রিয়দর্শন পরিচালিত অক্ষয় কুমার ও টাবুর ‘ভূত বাংলা’ মুক্তি পাচ্ছে। ‘ধামাল’-এর চতুর্থ ফ্র্যাঞ্চাইজির (ধামাল ৪) পাশাপাশি তালিকায় রয়েছে রম-কম ছবি ‘পতি পত্নী অউর ওহ ২’।

অন্যদিকে আসন্ন নতুন বছরেও টালিউড রিলিজের তালিকায় থাকছে একগুচ্ছ সিনেমা। উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মুক্তি পাওয়ার কথা ছিল চলতি শীতে। কিন্তু বড়দিনে টলিউডের একাধিক সিনেমার ভিড়ে এই ভূতুড়ে ছবি মুক্তি পাচ্ছে জানুয়ারি মাসে। এছাড়াও সুমন ঘোষের পরিচালনায় ২০২৬ সালের অন্যতম বড় চমক হতে চলেছে ‘ফ্যামিলিওয়ালা’। যে সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

যদিও সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা হয়নি, তবে খবর, ছাব্বিশ সালের অক্টোবর কিংবা নভেম্বর মাসে মুক্তি পাবে এই সিনেমা। শোনা যাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাস থেকে ‘ইচ্ছে’র সিক্যুয়েলের শুটিং শুরু করবেন নন্দিতা-শিবপ্রসাদ। আর পুজোয় ধরাবাঁধা স্লটে ‘বহুরুপী ২’ আসার কথা। ২০২৩ সালে যে সিনেমা বক্স অফিসে কাঁপন ধরিয়েছিল। মার্চ থেকে শুরু হবে শুটিং।

অন্যদিকে, রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘মন মানে না’ ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসের আবহে মুক্তি পাওয়ার কথা। যে ছবিতে ত্রিকোণ প্রেমের কাহিনিতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায়কে। টালিউডের অন্যতম বহু প্রতীক্ষিত সিনেমা জিতের অনন্ত সিং বায়োপিক ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এ সিনেমার জন্য মুম্বাইয়ে গিয়ে অ্যাকশনের তালিম নিয়েছেন জিৎ। বাকি ম্যাজিক পর্দায় দেখার অপেক্ষা।

এদিকে দেবের একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সেই তালিকায় ‘খাদান ২’, ‘প্রজাপতি ৩’ রয়েছে। একটা পূজায়, অন্যটা বড়দিনে আসার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি মুখ থাকলেও দেশের কোচেই ভরসা ঢাকার

দুপুরের খাবার সুবিধাসহ সুলতান’স ডাইনে চাকরি

রুক্ষ রূপে বিজয় দেবরাকোন্ডা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯ 

পরিবারসহ বিএনপি প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দলবদলের এক দিন পর সাবেক ছাত্রলীগ নেতা আটক 

পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের পর দলের কাছে ব্যাখ্যা চায় বিসিসিআই

তেঁতুলিয়ায় ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক

১০

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলার পাশে চীন ও রাশিয়া

১১

হঠাৎ চটলেন মিষ্টি

১২

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া দলে বড় রদবদল

১৩

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৪

নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলুর পক্ষে মনোনয়ন সংগ্রহ

১৫

নতুন বছরে চমক দেখাতে প্রস্তুত বলিউড

১৬

টানা ৪২ ঘণ্টা গান গাইলেন স্যান্ডউইচ বিক্রেতা

১৭

প্যারিসে হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে সমাবেশ

১৮

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

১৯

ঘন কুয়াশায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

২০
X