

একসময় বক্স অফিসে যেন বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল রণবীর সিংয়ের তীর। তারকাখচিত কাস্ট কিংবা চমৎকার গল্প—সবই ছিল, তবু সাফল্যের দরজা খুলছিল না তার। এদিকে সমালোচকদের কটাক্ষ, দর্শকের প্রশ্ন—সব মিলিয়ে চাপের পাহাড়ে দাঁড়িয়েছিলেন বলিউডের এই অভিনেতা। আর ঠিক সেই সময়েই বাজিমাত! সব জল্পনার অবসান ঘটিয়ে রণবীরের হাতে ‘তুরুপের তাস’ হয়ে উঠল ‘ধুরন্ধর’। মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙে এবার ৫০০ কোটির গণ্ডি পেরোলো এই ছবি। আর তাই হতাশার অধ্যায় পেরিয়ে এবার উল্লাসে ভাসছেন রণবীর সিং।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বক্স অফিসে ‘ধুরন্ধর’ সিনেমার শুরুটা মন্দ হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত বলিউডের প্রায় ৫০টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সিনেমার শীর্ষে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি)। এ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ‘ধুরন্ধর’ সিনেমা।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ২৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৩০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ৩৭ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ২১ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ২৫.৫ কোটি রুপি , ৬ষ্ঠ দিনে আয় করে ২৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ২৫ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ৩১ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৫০ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ৫৭ কোটি রুপি, একাদশতম দিনে আয় করেছে ২৮ কোটি রুপি । ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৩২.৮১ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৭১৫ কোটি ২৭ লাখ টাকা।
তবে স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ধুরন্ধর’ সিনেমার আয় খানিকটা বেশি। মুক্তির ১১ দিনে শুধু ভারতে আয় করেছে ৪৫৭.৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৮৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮৯ কোটি ৩৬ লাখ টাকা)।
এদিকে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে নেটিজেনদের উদ্দেশ করে রণবীর সিং লিখেছেন, ‘ভাগ্যের খুব সুন্দর একটা নিয়ম রয়েছে, সময়মতো ঠিক বদলে যায়। কিন্তু বর্তমানে শুধু ধৈর্য আর অপেক্ষাই সঙ্গী।’ ‘ধুরন্ধর’ সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুনসহ আরও অনেকে।
মন্তব্য করুন