জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানের সুর বদল করার জন্য সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কবির পরিবার। তবে অভিযোগ রয়েছে, কাজী নজরুলের নাতি কাজী অনির্বাণই এমন চুক্তি করেছিলেন, যে কারণে সুর বদল করা সম্ভব হয়েছে। কাজী অনির্বাণও তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর জবাব দিয়েছেন। খবর বিবিসি বাংলা।
‘পিপ্পা’ সিনেমায় ওই গানটি সুর বদল করে ব্যবহার করা হয়েছিল। ছবির নির্মাতাদের সঙ্গে ২০২১ সালে হওয়া একটি চুক্তিপত্রও সামনে এনে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, ওই চুক্তিতে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন তারা।
এর আগে গত সোমবার এক্স-এ দেওয়া এক পোস্টে প্রোডাকশন হাউস রায় কাপুর ফিল্মস গানটির পরিবেশনের বিতর্কের বিষয়ে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন কাজী নজরুল ইসলামের আরেক নাতনি অনিন্দিতা কাজী।
মন্তব্য করুন