অসুস্থতা হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। আজ সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবর : এনডিটিভি
প্রতিবেদনে জানা যায় শুক্রবার সকালে অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার অসুস্থতার বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তার অসুস্থতার বিষয়টি নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিতাভ। সেখানে অস্বস্তি বোধ করলে তাকে তৎক্ষণাৎ বাসায় নিয়ে আসা হয়। এরপর সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বাসা থেকে হাসপাতালে ভর্তি কর হয় তাকে।
এদিকে শুক্রবার হাসপাতাল থেকেই সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্ট করেন অমিতাভ। যেখানে তিনি লেখেন, ‘আপনাদের প্রতি সর্বদা কৃতজ্ঞ।’ তবে অভিনেতা কাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পোষ্ট দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত বছরের মার্চে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করতে গিয়ে ডান পাঁজরে গুরুতর আঘাত পান অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস বিশ্রামে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অমিতাভের কবজিতে অস্ত্রোপচার হয়।
মন্তব্য করুন