শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বিবাহবিচ্ছেদের ঘোষণা আরিফিন শুভর

কোনো এক সুখকর মুহূর্তে অর্পিতা ও আরিফিন। ছবি: সংগৃহীত
কোনো এক সুখকর মুহূর্তে অর্পিতা ও আরিফিন। ছবি: সংগৃহীত

চারদিকে সেলিব্রেটিদের বিয়ে ভাঙার হিড়িক লেগেছে। বলিউড, টলিউড পেরিয়ে এবার সেই ভাঙার ঢেউ আছড়ে পড়েছে ঢালিউডে। কলকাতার যিশু-নীলাঞ্জনার ২০ বছরের দাম্পত্য চিড় ধরার খবর নিয়ে হইচই, বিয়ে ভেঙেছে ক্রিকেটার হার্দিক-নাতাশার। এর মাঝেই নিঃশব্দে বিচ্ছেদ হয়ে গেল আরিফিন শুভ-অর্পিতার সমাদ্দারের। সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়ক।

শুভর সঙ্গে তার স্ত্রী অর্পিতার দূরত্বের কথা অবশ্য বেশ কয়েক বছর ধরেই শোনা গিয়েছিল। দাম্পত্য ভাঙলেও সামাজিক যোগযোগমাধ্যমে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়ক শুভ।

বুধবার (৩১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে ভক্তদের বিচ্ছেদের কথা জানান শুভ।

দেশের এমন পরিস্থিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দ্বিধা ও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে আরিফিন শুভ বিবৃতির শুরুতে লিখেছেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোন কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। দু-চোখে গভীর ভালোবাসা নিয়ে ছবি তোলা মুহূর্তে দুজনে, অর্পিতা ও আরিফিন শুভ। ছবি: সংগৃহীত সামাজিক মাধ্যমে শুভ লিখেছেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকী জীবন নিজেদের মত করে বাঁচব।

জনপ্রিয় এ নায়ক আরও লিখেছেন, অনেক চড়াই-উৎরাই এর পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো।

বিবাহ বিচ্ছেদের পরিস্থিতে থেকেও দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নিয়ে শুভ লিখেছেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়।

কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দার। পেশায় ফ্যাশন ডিজাইনার। ঢাকার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করতেন অর্পিতা। আরফিন শুভর সঙ্গে পরিচয় হয় ১৩-১৪ সালের মাঝামাঝি। কলকাতায় নাচ শিখতে গিয়ে প্রথম দেখা। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেন আরিফিন শুভ। কলকাতায় অর্পিতার বাসায় বিয়ের রেজিস্ট্রি করা হয়। পরে ঢাকায় এসে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে আরফিন শুভর ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা। এছাড়া ভারতের সনি লিভের একটি ওয়েব সিরিজে কাজের গুঞ্জনও শোনা যাচ্ছে এই নায়কের। আরিফিন শুভকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে মুজিবের বায়োপিকে। শ্যাম বেনেগাল পরিচালিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিকে মাত্র ১ টাকা পারিশ্রমিকে অভিনয় করে প্রশংসা কুড়োন আরিফিন শুভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১০

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১১

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

১২

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১৩

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

১৪

বিএনপির আরেক নেতাকে গুলি

১৫

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

১৬

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

১৭

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১৮

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

১৯

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

২০
X