বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা সাইফের ১৬টি দাবি 

অভিনেতা সাইফের ১৬টি দাবি 

দেশীয় চলচ্চিত্রের এ সময়ের নায়ক সাইফ খান। সরকার পতনের পর অনেকেই নানা দাবি জানাচ্ছেন। তবে চলচ্চিত্র শিল্পীদের কাউকেই কোনো দাবি জানাতে দেখা যায়নি। তবে তরুণ প্রজন্মের নায়ক সাইফ খান চলচ্চিত্রের উন্নয়নে জন্য রোডম্যাপ দিয়েছেন। নিজের ফেসবুকে ১৬ দাবির কথা তুলে ধরেছেন তিনি।

সাইফ খানের সিনেমা শিল্প নিয়ে যেসব ভাবনার কথা তুলে ধরেছেন তা হলো- ১. সেন্সার সার্টিফিকেট সিস্টেম ২০২৪ অনুযায়ী বিশ্বমানের হতে হবে। ২. যে কোনো ছবিকে কেটাগরিভিত্তিক সার্টিফিকেট প্রদান করতে হবে। কারা দেখতে পারবে, কারা পারবে না এ অনুযায়ী। ৩. সেন্সর হওয়া প্রতিটা সিনেমাকে সর্বনিম্ন ১০ লাখ টাকার টিভি রাইটস দেবে রাষ্ট্রীয় টিভি বিটিভি। কোনো প্রযোজক অন্য কোথাও বিক্রি করতে পারলে এটা তার স্বাধীনতা এবং সরকারি একটি ওটিটি করতে হবে যার আলাদা সর্বনিম্ন ২০ লাখ পাবে প্রযোজক। এটিও বাইরে বিক্রির তার স্বাধীনতা থাকতে হবে। ৪. হলগুলোতে একটা সরকারি সেন্ট্রাল সার্ভার সিস্টেমে চলবে সিনেমা। যাতে ই-টিকেটিং সিস্টেম যুক্ত থাকবে ও একজন প্রযোজক স্বচ্ছভাবে জানতে পারবে কোন হলে, কয়টার সময়, কয়জন দর্শক দেখছে ওনার ফিল্ম।

৫. যদি মিনিমাম গ্যারান্টি দিয়ে কোনো হল সিনেমা না নেয় তবে ৫০-৫০ করতে হবে প্রযোজকের সঙ্গে। ৬. প্রত্যেক প্রযোজকে ব্যাংক লোনের সুযোগ নিশ্চিত করতে হবে। (সিনেমার মোট খরচের ৫০ শতাংশ, ওই সিনেমার বিপরীতে, যা সেন্সর সার্টিফিকেট পেলেই পাবে, যার সুদ হবে সর্বোচ্চ ৪ শতাংশ।

৭. প্রতিটা জেলায় অন্তত একটা করে শিল্পকলা, নাট্যকেন্দ্র ও মিনিমাম ৫০০ সিটের সিনেমা হল করে দিতে হবে দেশের সংস্কৃতি রক্ষায়। এটা থাকবে সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে। ৮. পূর্বে যেসব হল মালিক সরকারি জায়গায় পেয়েছিল হল করার জন্য, তারা যদি হল না চালাতে চায় তবে তা ক্রোক করে নতুন যারা নিতে ইচ্ছুক তাদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৯. এফডিসি, কক্সবাজার সমুদ্রসৈকত, সরকারি পর্যটনকেন্দ্রগুলোতে সিনেমা শুটিংয়ের জন্য ভাড়া অর্ধেক করতে হবে (পর্যটন মৌসুম ছাড়া)। ১০. এফডিসির ক্যামেরা, লাইট ভাড়া, এডিটিং ও অন্যান্য খরচ অর্ধেক করতে হবে। ১১. এফডিসি কেপিআই ভুক্ত এলাকা হওয়ায় এর ভেতর যে কোনো রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সব সমিতির নির্বাচন এফডিসিতে নিষিদ্ধ করতে হবে। ১২. এক মাসের মধ্যে প্রযোজক সমিতির সব মামলা প্রত্যাহার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ১৩. সিনেমাতে অগ্রিম অনুদান প্রথা বাদ দিয়ে, আলোচিত ও দর্শকনন্দিত সিনেমার প্রযোজককে ওই অর্থ অনুদান হিসেবে না বরং পুরস্কার হিসেবে দিতে হবে। বছরের হিট ৫ সিনেমার প্রযোজক ওই ওই পুরস্কার পাবেন। নতুন ও প্রতিভাবান ৫ জন পরিচালক আগের ন্যায় অনুদান পেতে পারে শর্ত সাপেক্ষে।

১৪. এফডিসিতে নিরাপত্তা বাড়াতে হবে এবং বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। বিটিভির মতো পাস সিস্টেম থাকতে পারে। ১৫. আমদানি করা সিনেমার ক্ষেত্রে কড়াকড়ি ও ট্যাক্স দ্বিগুণ করতে হবে এবং কোনো সিনেমা হল দেশি সিনেমা বাদ দিয়ে যেন আমদানি করা সিনেমা চালাতে পারবে না, এটি নিশ্চিত করতে হবে। ১৬. সিনেমা হল মালিকরা যাতে হল সংস্কার বা নির্মাণের জন্য একদম সহজ শর্তে ৪ শতাংশ হারে লোন পায় তা নিশ্চিত করতে হবে এবং ওই লোনের কিস্তি এক বছর পর থেকে নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজ দাড়ি কামানোর সাথে বেশি বয়সে চোখের সমস্যার কি কোনো সম্পর্ক আছে?

হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

স্বপদে ফিরে বিদায় নিলেন ইমাম, মুসল্লিরা বলছেন ‘ইসলামের সৌন্দর্য’

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির

ভূমিকম্পের সতর্কবার্তা এখন আপনার স্মার্টফোনেই

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

গুরুতর চোট পেয়েছেন শ্রদ্ধা কাপুর

নামের ভুলে কারাবন্দি, অতঃপর...

১০

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন

১১

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

১২

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

১৩

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

১৪

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

১৬

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

১৭

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৮

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

১৯

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

২০
X