মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির অপেক্ষায় অধরার দুই সিনেমা

মুক্তির অপেক্ষায় অধরার দুই সিনেমা
মুক্তির অপেক্ষায় অধরার দুই সিনেমা

চিত্রনায়িকা অধরা খান। বড় পর্দায় প্রতি বছরই থাকে তার নতুন সিনেমা। তার অভিনীত ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’ সিনেমা এরই মধ্যে দর্শকপ্রিয় হয়েছে।

এরই মধ্যে অধরা খান আরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন। ছবি দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’, জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। অনেকেই মনে করেন অধরা খান দেশের বাইরেই বেশিরভাগ সময় ঘুরে বেড়ান। দেশে তাকে খুব কমই পাওয়া যায়। অথচ দেশে থেকে তিনি এরই মধ্যে ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমার কাজ শেষ করেছেন। দুটি সিনেমার ডাবিংও শেষ করেছেন এই নায়িকা।

সিনেমা দুটিতে অভিনয়ের বিষয়ে অধরা খান বলেন, ‘দখিন দুয়ারে খেয়া চরিত্রে এবং ঋতুকামিনীতে আমি কুমকুম চরিত্রে অভিনয় করেছি। যে দুজন সিনেমা দুটি নির্মাণ করেছেন তারা দুজনই ভীষণ মেধাবী পরিচালক। তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রতি দর্শকের ভালোলাগা ছিল, ভালোবাসা ছিল, যে কারণে বলা যায় বেশ আগ্রহ নিয়েই তাদের সিনেমায় অভিনয় করেছি। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি এই দুটি কাজে। আমি ভীষণ আশাবাদী সিনেমা দুটি নিয়ে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দুই গুণী পরিচালককে।’

এর আগে জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’ সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কালবেলাকে এই চিত্রনায়িকা বলেন, ‘সিনেমার টানা ২০ দিনের শুটিং একবারে করি। আমার বিপরীতে সিনেমায় অভিনয় করছেন আবদুন নূর সজল। এ ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু ভাই, দীপা খন্দকার ও রুনা খান। দর্শক আমাকে নতুন একটি চরিত্রে দেখবেন। গল্পটি অসম্ভব সুন্দর। আশা করছি, সবার কাছ থেকে কাজটির মাধ্যমে ভালো সাড়া পাব। এ ছাড়া দীর্ঘদিন ধরে আমাকে সিনেমাটির জন্য প্রস্তুতি নিতে হয়েছে। কারণ পরিচালক চাইছিলেন আমাকে কম গ্ল্যামারাস লাগুক। চরিত্রটি ঠিক তেমনই। আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি ভিন্ন। এমন চরিত্রে আসলে আমাকে দর্শক আগে কখনো দেখেননি। শুটিং শুরুর অনেক আগে থেকেই আমাকে মানসিকভাবে চরিত্রটি নিয়ে ভাবতে হয়েছে। এ সিনেমায় একজন অভিনেত্রী হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন।’

অধরা আরও জানান, ‘ঋতুকামিনী’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। এ ছাড়া এটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে। তবে ‘দখিন দুয়ার’ মুক্তির বিষয়ে এখনো কিছু জানেন না এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১০

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১১

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১২

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৩

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৪

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৬

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৭

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৮

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৯

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

২০
X