দীর্ঘ এক মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দেশে ফিরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়তমার বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরেন তিনি। একই সঙ্গে আরও বিশ্বমানের সিনেমা দর্শকদের উপহার দিতে চান এই চিত্রনায়ক।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন শাকিব খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, তপু খান, সাইফ চন্দন ও অনন্য মামুন।
যুক্তরাষ্ট্রে এবার শাকিব খানের সময়টা ভালোই কেটেছে। কারণ ছেলে জয়কে নিয়ে সেখানে গিয়ে ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। ছেলের সঙ্গে এক সঙ্গে ঘুরতেও দেখা গেছে শাকিবকে।
আমেরিকায় ছেলেকে নিয়ে কাটানো সময় প্রসঙ্গে কথা বলেন শাকিব। তিনি বলেন, ‘আব্রাম ও শেহজাদ দুই সন্তানের জন্য আমার সব সময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে।’
গত ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশের সঙ্গে তালমিলিয়ে সিনেমাটি সেখানেও জনপ্রিয়তার পেয়েছে। হলে বসে উপভোগ করেছে দর্শকরা।
মন্তব্য করুন