নারীভক্তদের বিষয়ে নানা কথা বলে মাঝেমধ্যেই আলোচনায় চলে আসেন ঢাকাই সিনেমার ব্যাচেলর হিরো জায়েদ খান। তার ইনবক্সে আসা মেয়েদের মেসেজ দেখলে যে কেউ মাথাঘুরে পড়ে যাবেন বলে দাবি করেছেন এই অভিনেতা। তা ছাড়া কিছু নারী তাবে তার পাঁচটি সিনেমার পারিশ্রমিক দিতে চান; বিনিময়ে চান তার সময়। তার বিয়ে হলে কিছু মেয়ের মন ভেঙে যাবে বলেও মন্তব্য করেছেন এই অভিনেতা।
নারীদের কাছে যার এত কদর, সেই জায়েদ খান এবার যাচ্ছেন যুক্তরাষ্ট্র। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশগ্রহণ করে নেচে-গেয়ে মঞ্চ মাতাবেন তিনি। ফলে সে দেশে তার ভক্ত কেমন, সেটা জানার কৌতূহল রয়েছে জায়েদভক্তদের মধ্যে।
যুক্তরাষ্ট্রে তার নারীভক্ত কেমন? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান কালবেলাকে বলেন, ‘ওখানে আমার অনেক বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী আছে। আমি তো আরও দুবার গিয়েছি। তবে সেখানে আমার নারী ও পুরুষভক্ত কেমন সে বিষয়ে জরিপ করিনি। গিয়ে দেখি তারপর বুঝতে পারব আরকি। গিয়ে ছবি আপলোড দেব, জানাব।’
জানা গেছে, ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে বসবে মিউজিক অ্যাওয়ার্ডের এই আসর। অনুষ্ঠান শুরু হবে সেদিন সন্ধ্যায়। এ ছাড়াও ১ জুলাই ভার্জিনিয়াতে হবে ফিল্ম আওয়ার্ড। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশ টেলিভিশন ও সিনেমার প্রায় ১৫ জন তারকা। তাদের মধ্যেই রয়েছেন জায়েদ খান। আরও রয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি, অভিনেতা অমিত হাসান, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, জিয়াউল হক পলাশ, সাজু খাদেম, শাহনাজ খুশিসহ অন্যরা। আরও জানা গেছে, কুইন্সের আমাজুরার অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন নগর বাউল জেমস, তাহসান ও চিরকুট। সেখানে প্রথমবারের মতো থাকবেন অভিনেতা মোশাররফ করিম।
মন্তব্য করুন