প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের আট অভিনয়শিল্পী। তারা হলেন লাকী ইনাম, লিটু আনাম, ফেরদৌস, হৃদি হক, সানজীদা প্রীতি, তারিন, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম।
আগামীকাল মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’। এই সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী সরকার অপু, তারিন, ফেরদৌস, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। ছবিটি নির্মাণ করেছেন হৃদি হক। ছবিটি মুক্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর হাতে ‘১৯৭১ সেই সব দিন’ ছবিরি বাঁধাই করা পোস্টার তুলে দেন অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন : ‘দোষী’ সাব্যস্ত হওয়ার পর মুখ খুললেন চমক
চলচ্চিত্রটির মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। সিনেমায় সেই গল্পটিই বলতে চেয়েছি ।
মন্তব্য করুন