দাম্পত্যকলহ মিটিয়ে এক হয়ে গেলেন ঢাকাই সিনেমার তারকাজুটি শরিফুল রাজ ও পরীমণি। নিজেদের মান-অভিমান ভুলে সংসার চালিয়ে যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা রাজ। এবার মুখ খুললেন পরীও।
সংবাদমাধ্যমকে পরী জানিয়েছেন, তার ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। ছেলে রাজ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই চিত্রনায়িকা। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। পরী বলেন, ‘রাজ্যের মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া’।
অন্যদিকে রাজ জানিয়েছে, পরীমণির বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে স্ত্রীর সঙ্গেই আছেন। রাজ বলেন বলেন, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরী আছি একসঙ্গেই। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি।’
রাজ আরও বলেন, ‘ছেলের সঙ্গে খেলছি, সময় দিচ্ছি। অনেক দিন পর রাজ্যকে ভালোভাবে কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে মজা করছে। ও হাসছে, খেলছে।’
পরীমণির সঙ্গে এক হওয়ার বিষয়ে রাজ তিনি বলেছেন, ‘আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গেই সম্পর্কটা আগে। পরে সন্তানের সঙ্গে।’
অভিনেতা আরও বলেন, এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি, আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’
শরিফুল রাজ জানান, পরী সব ছেড়ে সন্তানকে নিয়ে জন্মদিন উদযাপন করছে এটাই আমার জন্য আনন্দের। আমি জীবনে আর কোনো ঝামেলা মোকাবিলা করতে চাই না। ছেলের জন্য হলেও জীবনটা ঠিকঠাক করতে হবে। তাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই।
মন্তব্য করুন