স্বামী দরকার ঢাকাই সিনেমার অভিনেত্রী সিমলার। ২০১৯ সালে তার স্বামী পলাশ আহমেদ মারা যাওয়ার পর আর বিয়ে করেননি অভিনেত্রী। এর আগের বছর গোপনে বিয়ে হয়েছিল পলাশ-সিমলার।
কেমন স্বামী দরকার সেটাও বলেছেন সিমলা। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বারবার ভুল করতে চান না তিনি। এখন একটু চিন্তাভাবনা করে বিয়েটা করবেন। সিমলা বলেন, ‘এখন আমার একটু পরিণত স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার’।
১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান সিমলা। সেই ছবিতে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু এরপর থেকে সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন। পরে ভারতে পাড়ি জমান। সেখানে কিছু ছবিতে কাজ করেন।
জানা গেছে, বর্তমানে মাকে সঙ্গে নিয়ে ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকেন সিমলা। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে ঘুরতে যান, ভাইবোনের সময় দেন। এভাবেই কাটে তার দিন।
সিমলা অভিনীত ‘দক্ষিণ দুয়ার’ নামে নতুন একটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় কাজ করলেন তিনি। এতে তার সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
মন্তব্য করুন