রিয়েলটি শোয়ের মাধ্যমে আলোচনায় উঠে এসেছিলেন প্রদ্যুমান মালু। ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’ শো-এর একজন প্রতিযোগী ছিলেন তিনি। বিয়ের জন্য নিজের জীবনসঙ্গী খুঁজে পাচ্ছিলেন না প্রদ্যুমান। একে একে ১৫০ জন পাত্রীর প্রস্তাব নাকচ করেছিলেন তিনি। শেষে রিয়েলিটি শোয়ের বাইরে আসীমা চৌহান নামে একজনকে পছন্দ হয় প্রদ্যুমানের।
‘ইন্ডিয়ান ম্যাচমেকিং’-এর দ্বিতীয় সিজনে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন প্রদ্যুমান-আসীমা। এরপর গাঁটছাড়া বাঁধেন তারা। কিন্তু এক বছরের মাথায় সংসারে ফাটল ধরেছে তার। স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রদ্যুমানের ওপর। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন আসীমা।
আসীমার অভিযোগ, বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেছিলেন প্রদ্যুমান। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের সেপ্টেম্বরেই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান আসীমা। এখন ব্যাঙ্গালুরুতে বসবাস করছেন তিনি। কিন্তু তাতেও রেহাই মেলেনি এই নারীর। আসীমার পরিবারকে টানা ব্ল্যাকমেল করে চলেছেন প্রদ্যুমান। অবশ্য এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইনি প্রক্রিয়ায় স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আসীমা।
সংবাদমাধ্যমকে আসীমার আইনজীবী জানিয়েছেন, ‘প্রদ্যুমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসীমাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে করা হয়েছে মামলাটি।
অন্যদিকে প্রদ্যুমানের দাবি, এই অভিযোগের বিষয়ে এখনো বিশেষ কিছু জানেন না তিনি। তবে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য তার আইনজীবী কথা বলছেন।
মন্তব্য করুন