নতুন সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিপরীতে রয়েছেন আবদুন নূর সজল। শেরপুরের নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় চলছে ছবির শুটিং, যেখানে প্রায়ই বন্যহাতির আনাগোনা দেখা যায়।
এদিকে এই সিনেমার শুটিং চলাকালে ৮ থেকে ৯টি বন্যহাতির আক্রমণে সবাই আতঙ্কিত হয়ে পড়েন, যদিও বড় কোনো ক্ষতি হয়নি, যা নিয়ে বুবলী জানান, এমন নিরিবিলি লোকেশনে এই প্রথম কাজ করছেন এবং দর্শকদের এটি ভীষণ ভালো লাগবে বলে মনে করেন তিনি। গত ৯ দিন ধরে এখানে শুটিং করছেন তারা। তবে এখানে প্রায় সময়ই বন্যহাতি আক্রমণ করে।
সেই ধারাবাহিকতায় ২৭ মে তাদের সেটে ৮ থেকে ৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদের সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কারও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ছবিটি অ্যাকশন-রোমান্টিক ঘরানার। সজলের চরিত্রের নাম পরাণ, চরিত্রটি চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী। এদিকে সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বুবলী বলেন, ‘যে কোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’
ছবিটি পরিচালনা করছেন লাজুক, যেখানে সজল-বুবলী ছাড়া আরও আছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।
মন্তব্য করুন