হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। হাসপাতালে ভর্তির পর তার হার্ট অ্যাটাকও হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
একুশে পদক পাওয়া এই অভিনেতা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আফজাল হোসেনের ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।
তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয় আফজালের। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।
এর আগে গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। আজ থেকে সেটিতে অংশ নেওয়ার কথা ছিল আফজাল হোসেনের।
মন্তব্য করুন