বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহর প্রয়াণ দিবস আজ বুধবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান এই অভিনেতা। কিন্তু এখনো তার ফ্যাশন, স্টাইল ও অভিনয় প্রাসঙ্গিক হয়ে আছে তারকা মহলে।
হালের জনপ্রিয় তারকারা এখনো বিনম্রচিত্তে স্মরণ করেন তাকে। তেমনই একজন হলেন অভিনতো হালের জনপ্রিয় নায়ক নিরব হোসেন।
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিষয়ে তিনি বলেন, ‘আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে আছি বা যারা সিনেমা ভালোবাসে, তারা প্রত্যেকেই সালমান শাহকে ভালোবাসে। এখনো মনে হয় না যে তিনি অনেক দিন আগে মারা গেছেন। মনে হয় মাত্র কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। তার স্টাইল, কথাবার্তা, অভিনয়, তার অল্প কিছু সিনেমা, সেগুলোকে মানুষ এখনো ভালোবাসে। আমার কাছে মনে হয়, সালমান শাহ আরও কয়েকশ বছর বাংলা চলচ্চিত্রে প্রাসঙ্গিক হয়ে থাকবেন। তিনি এখনো আমাদের অনুপ্রেরণা।’
সিনেমা অঙ্গনে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষে ঠাঁই করে নিয়েছিলেন সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান। তিন বছর অভিনয় করে ২৭টি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন এই নায়ক।
মন্তব্য করুন