

সোশ্যাল মিডিয়ার বুলিং, ট্রোলিং আর এআইনির্ভর ভুয়া কনটেন্টে যখন প্রতিনিয়ত বিদ্ধ হচ্ছেন তারকারা, তখন নীরবতা ভেঙে বজ্রকণ্ঠে কথা বললেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। অপপ্রচার আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানো ভুয়া ভিডিওতে চরিত্র হননের অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। এতদিন সহ্য করলেও এবার আর নয়— এমনই বার্তা দিলেন বুবলী। স্পষ্ট জানিয়ে দিলেন, সম্মান নিয়ে খেললে আর ছাড় নেই। আইনি পথে যাওয়ার প্রস্তুতিসহ যারা গুজব আর ভুয়া কনটেন্ট ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে শোবিজে নতুন এক প্রতিবাদের সুর তুললেন এই সুন্দরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মীও আমাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ বিষয়গুলোকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’
ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করে এই অভিনেত্রী বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’
সবচেয়ে অবাক করার মতো বিষয় হিসেবে বুবলী উল্লেখ করেছেন নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রোল করে।’
বিদেশে বসে দেশের শিল্পীদের হেয়প্রতিপন্ন করার বিষয়টিও বুবলীর নজরে এসেছে। তিনি মনে করেন, শিল্পীদের ছোট করা মানে দেশকে ছোট করা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশের প্রচলিত সাইবার ক্রাইম আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই তারকা।
মন্তব্য করুন