দেশের চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নিয়ে এবারের আসর। এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হবে। এবারের আসরে উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা জুটি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর এই আসরে নাচে-গানে জমিয়ে রাখবেন দেশের শোবিজ তারকারা। এরই মধ্যে বাংলা টেলিভিশনে মহড়া শুরু হয়েছে। পারফরমারদের তালিকায় রয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নাচ। এ ছাড়া থাকছে সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরী, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ। সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমায় অভিনয়ের জন্য।
মন্তব্য করুন