পুরস্কারের আসর অংশগ্রহণ করতে দুবাই যাচ্ছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। পঞ্চম ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩’-এর এই আসরে পারফর্ম করবেন একঝাঁক ঢাকাই তারকা।
অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে আসিফ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, আফরান নিশো, নিরব, ইধিকা পাল, মুশফিক আর ফারহান, তাওসিফ মাহবুব, কোনালসহ আরও তারকা। দুবাইয়ে স্টার অ্যাওয়ার্ডে অংশগ্রহণের বিষয়ে ডিপজল জানান, তার ভালো লাগছে এমন একটা আয়োজনে অংশগ্রহণ করবেন বলে।
ডিপজল বলেন, নানা কারণেই তো দুবাই যাওয়া হয়। তবে এবার যাচ্ছি পুরস্কার অনুষ্ঠানে। দেশের বাইরে যে প্রবাসী ভাইয়েরা থাকেন, তাদের আনন্দ দিতে পারব এটা আমার জন্য ভালোলাগার একটা ব্যাপার।
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ আয়োজনটি আগামী ১৬ ডিসেম্বর দুবাইয়ের পাঁচ তারকা মানের হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মন্তব্য করুন