ঢাকাই তারকা দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরীফুল রাজ এখন আলাদা থাকেন। নিজেদের মধ্যে বনিবনা না হলেও কাগজে-কলমে তাদের সম্পর্ক ডিভোর্স পর্যন্ত গড়ায়নি। রাজ-পরীর সন্তান রাজ্য থাকছে পরীর কাছেই। অন্যদিকে রাজ ঘুরে বেড়াচ্ছেন ও আড্ডা দিচ্ছেন অন্য কোথাও। ১০ জুন সন্তানের জন্মদিনে দেখা হয়েছিল পরস্পরের। এরপর আসে ‘বাবা দিবস’। সেদিন সন্তানের কাছে ছিলেন না রাজ। এমনকি কোনো শুটিংও ছিল না তার। তাহলে কোথায় আছেন এই অভিনেতা?
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, টেকনাফে আছেন রাজ। সময় কাটাচ্ছেন বন্ধুদের নিয়ে। তবে এই বন্ধুরা বিনোদনপাড়ার নন। রাজের সময় কাটছে সিনেমা দেখে ও আড্ডা দিয়ে।
সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে কিছু অভিনেত্রীর মদ্যপ অবস্থার ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় আসে রাজ-পরীর দাম্পত্যকলহ। সংবাদমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন উভয়েই। পরী জানিয়েছিলেন জানুয়ারি থেকেই রাজ থাকছেন আলাদা। হুট করে বাসা থেকে বেরিয়েও গিয়েছিলেন এই অভিনেতা। পরী অভিযোগ তুলেছিলেন, সে সেময় অভিনেত্রী সুনেরাহর কাছে ছিলেন রাজ। অন্যদিকে রাজ জানিয়েছিলেন, এই অভিযোগ মিথ্যা। বিচ্ছেদের ব্যাপারটা পরীর সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছিলেন তিনি।
মন্তব্য করুন