মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও অভিনেত্রী মিহি আহসানের ‘১০০% অর্গানিক বিয়ে’ নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। নাটকটির নির্মাতা হেলাল উদ্দিন ফারহান।
ইমতু রাতিশ তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘১০০% অর্গানিক বিয়ে’ পুরো নাটকটি এখন ইউটিউবে।
তিনি বলেন, কিছুদিন আগে আমি আর মিহি ‘১০০% অর্গানিক বিয়ে’ নামের একটি নাটক করেছি। সেই নাটকের শুটিংয়ের ছবি-ভিডিও প্রকাশের পর থেকেই আমার অনেক ভক্ত দর্শক জানতে চেয়েছিলেন পুরো নাটকটি কবে আসবে? তাদেরকে জানানোর জন্যই ফেসবুক স্টোরিতে কথাটি লিখেছিলাম।
ইমতু বলেন, আসলে নাটকটির গল্প অনেক সুন্দর। তাই আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। কখন যে গভীর রাত হয়ে গেছে বুঝতেই পারিনি।
নাটকটির নির্মাতা হেলাল উদ্দিন ফারহান জানান, নাটকটি প্রকাশের অল্প দিনেই নাটকটি থেকে ভালো সাড়া পাচ্ছি।
তিনি বলেন, নাটকের রচয়িতা সায়েম খান গল্পটি খুব সুন্দর করে সাজিয়েছেন। আমিও চেষ্টা করেছি বাজেটের মধ্যে যতোটুকু ভালো করা যায়। ইমতু ভাই, মিহি আপু ও দিশামনি, দিলু ভাই, শায়লা আপাসহ সবাই অনেক মনোযোগ দিয়ে কাজ করেছেন। তাদের সহযোগিতা না থাকলে এতো কম সময়ে নাটকটি করতে পারতাম না। দর্শকের ভালো লাগছে এটাই আমাদের সবার স্বার্থকতা।
জুম বাংলা ইউটিউব চ্যানেলে ‘১০০% অর্গানিক বিয়ে’ নাটকটি প্রকাশিত হয়েছে।
মন্তব্য করুন