

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও অভিনেতা-উপস্থাপক ইমতু রাতিশ একসঙ্গে বেশকিছু নাটকে জুটি হিসেবে দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন। বিশেষত বৈশাখী টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মুসা’তে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন প্রিয়াঙ্কা-ইমতু। এরপরও তারা দুজন দশের অধিক খণ্ড নাটকে অভিনয় করেছেন। আবারও প্রিয়াঙ্কা-ইমতু জুটি হয়ে ‘লজ্জা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন।
গল্পে দেখা যাবে, এখনো গ্রাম পর্যায়ে বা সাধারণ মেয়েদের মধ্যে ঋতুস্রাবের সময় যে ন্যাপকিন বা প্যাড ইউজ করতে হয়, সেটা লোক চক্ষুর আড়ালেই রয়ে গেছে। এখনো ভাবা হয়, এটা খুব গোপনীয় এবং লজ্জাজনক কাজ; কিন্তু এটা ভাত, মাছ, ওষুধের মতো দরকারি একটা জিনিস। সেই লক্ষ্যেই শহর থেকে একজন মেয়ে (মীরা) আসে মেয়েদের সচেতন করে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, মানুষের জীবন পরিবর্তন করার জন্য কাজ করে যায়।
এমনই গল্পের কেন্দ্রীয় চরিত্র মীরা চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। সঙ্গে রুবেল চরিত্রে আছেন ইমতু রাতিশ। নাটকটি রচনা করেছেন জয়ন্ত চন্দ্র, পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার।
গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর অদূরে তিনশ ফুট এলাকার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘আমি আমার অভিনয় জীবনে বহু জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করেছি। তবে এ ধরনের গল্পের নাটকে খুব কমই কাজ করা হয়েছে। কারণ, এ ধরনের গল্প নিয়ে নাটকও নির্মিত হয়েছে কম। লজ্জা নাটকটির গল্প বলা যায় পুরোটাই মীরাকে ঘিরে। আমাকে এ চরিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ, এ ধরনের গল্পে কাজ করার সুযোগ সবসময় আসে না। তা ছাড়া একজন মেয়ে হয়ে মেয়েদের সচেতনতায় অভিনয় করার সুযোগটাও অনেক ভালো লাগার। ইমতু আমার খুউব ভালো একজন বন্ধু। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা পরায়ণ।’
ইমতু বলেন, ‘এ সময়ে বলা যেতে পারে অভিনয় এবং উপস্থাপনায় আমি সমানতালে ব্যস্ত। ভালো গল্প পেলে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। লজ্জা নাটকটির গল্প এবং আমার চরিত্রটি ভালো লেগেছে। আর সহশিল্পী হিসেবে প্রিয়াঙ্কা ভীষণ কোঅপারেটিভ। তার সঙ্গে কাজ করার সময়টা আমি দারুণ উপভোগ করি। গল্পে শহর থেকে মূলত আমাদের বাড়িতেই আসে মীরা। যে কারণে গল্পে তার সঙ্গে একসময় আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’
প্রিয়াঙ্কা জানান, নাটকটি শিগগির প্রচারে আসবে। উল্লেখ্য, মো. সামছুল হুদার পরিচালনায় প্রিয়াঙ্কা প্রথম আরিফিন রুমীর ‘এক পলকে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে দারুণ সাড়া ফেলেছিলেন।
মন্তব্য করুন