তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রিয়াঙ্কা-ইমতুর লজ্জা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও অভিনেতা-উপস্থাপক ইমতু রাতিশ একসঙ্গে বেশকিছু নাটকে জুটি হিসেবে দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন। বিশেষত বৈশাখী টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মুসা’তে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন প্রিয়াঙ্কা-ইমতু। এরপরও তারা দুজন দশের অধিক খণ্ড নাটকে অভিনয় করেছেন। আবারও প্রিয়াঙ্কা-ইমতু জুটি হয়ে ‘লজ্জা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন।

গল্পে দেখা যাবে, এখনো গ্রাম পর্যায়ে বা সাধারণ মেয়েদের মধ্যে ঋতুস্রাবের সময় যে ন্যাপকিন বা প্যাড ইউজ করতে হয়, সেটা লোক চক্ষুর আড়ালেই রয়ে গেছে। এখনো ভাবা হয়, এটা খুব গোপনীয় এবং লজ্জাজনক কাজ; কিন্তু এটা ভাত, মাছ, ওষুধের মতো দরকারি একটা জিনিস। সেই লক্ষ্যেই শহর থেকে একজন মেয়ে (মীরা) আসে মেয়েদের সচেতন করে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, মানুষের জীবন পরিবর্তন করার জন্য কাজ করে যায়।

এমনই গল্পের কেন্দ্রীয় চরিত্র মীরা চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। সঙ্গে রুবেল চরিত্রে আছেন ইমতু রাতিশ। নাটকটি রচনা করেছেন জয়ন্ত চন্দ্র, পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার।

গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর অদূরে তিনশ ফুট এলাকার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘আমি আমার অভিনয় জীবনে বহু জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করেছি। তবে এ ধরনের গল্পের নাটকে খুব কমই কাজ করা হয়েছে। কারণ, এ ধরনের গল্প নিয়ে নাটকও নির্মিত হয়েছে কম। লজ্জা নাটকটির গল্প বলা যায় পুরোটাই মীরাকে ঘিরে। আমাকে এ চরিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ, এ ধরনের গল্পে কাজ করার সুযোগ সবসময় আসে না। তা ছাড়া একজন মেয়ে হয়ে মেয়েদের সচেতনতায় অভিনয় করার সুযোগটাও অনেক ভালো লাগার। ইমতু আমার খুউব ভালো একজন বন্ধু। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা পরায়ণ।’

ইমতু বলেন, ‘এ সময়ে বলা যেতে পারে অভিনয় এবং উপস্থাপনায় আমি সমানতালে ব্যস্ত। ভালো গল্প পেলে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। লজ্জা নাটকটির গল্প এবং আমার চরিত্রটি ভালো লেগেছে। আর সহশিল্পী হিসেবে প্রিয়াঙ্কা ভীষণ কোঅপারেটিভ। তার সঙ্গে কাজ করার সময়টা আমি দারুণ উপভোগ করি। গল্পে শহর থেকে মূলত আমাদের বাড়িতেই আসে মীরা। যে কারণে গল্পে তার সঙ্গে একসময় আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’

প্রিয়াঙ্কা জানান, নাটকটি শিগগির প্রচারে আসবে। উল্লেখ্য, মো. সামছুল হুদার পরিচালনায় প্রিয়াঙ্কা প্রথম আরিফিন রুমীর ‘এক পলকে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে দারুণ সাড়া ফেলেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী

ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’

আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : প্রেস সচিব

সাতসকালে বাসে আগুন

নীতীশ কুমারের জাদুকরী নেতৃত্বে এনডিএর চমক

ঢাকায় শীতের আমেজ

বিহারে এনডিএ জোটের বড় জয়

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

১০

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

১১

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

১২

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

১৪

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

১৫

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

১৬

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

১৭

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

১৮

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

১৯

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

২০
X