বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রায়ের আগে এমন গল্পে, সেন্সরের আপত্তি : খসরু

‘অমীমাংসিত’সিনেমার পোস্টার ও খোরশেদ আলম খসরু। ছবি : সংগৃহীত
‘অমীমাংসিত’সিনেমার পোস্টার ও খোরশেদ আলম খসরু। ছবি : সংগৃহীত

মুক্তির আগেই প্রশ্নবিদ্ধ হলো পরিচালক রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’। সিনেমাটি আটকে দিলো সেন্সরবোর্ড। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সিনেমাটির প্রযোজক শহিদুল আলম সাচ্চুকে দেওয়া সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, এতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তুর সঙ্গে বাস্তবতার মিল রয়েছে। যে কারণে তা জনসাধারণের মধ্যে ‘প্রদর্শন উপযোগী নয়’। উপপরিচালক মো. মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি সিনেমাটির টিজার সামনে এলে দর্শকদের কেউ কেউ বলছিলেন, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফি। কেউ আবার আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এর মিল খুঁজে পান। যদিও সিনেমা সংশ্লিষ্ট কেউ কিংবা সেন্সর বোর্ডও সরাসরি সাগর-রুনির নাম বলেননি।

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে কালবালেকা তিনি বলেন, ‘সিনেমাটি আমি দেখেছি। এখানে সরকারি কর্মকর্তাসহ আমরা উপস্থিত ছিলাম। পুরো সিনেমা প্রদর্শনের পর, সবার মধ্যেই প্রশ্ন জাগে এর গল্প নিয়ে। তারপরই সেন্সর বোর্ডের সদস্যরা এটি মুক্তিতে ‘প্রদর্শন উপযোগী নয়’এর সিদ্ধান্ত নেয়। কারণ গল্পে যেটি দেখানো হয়েছে, সেই মামলাটি এখনো চলচমান, উচ্চ আদালতে বিচারাধীন। সেই চলমান মামলা নিয়ে আমি চাইলেইতো কোন কিছু আগাম দেখাতে পারি না। রায়ের আগে এমন গল্পে, সেন্সরের আপত্তি রয়েছে। এ ছাড়া তারা সময়ও বেঁধে দিয়েছে। আগামী ২৯ দিনের মধ্যে সংশোধন করে সিনেমাটি জমা দিলে আবারও দেখা হবে।’

বিজ্ঞপ্তিতে সেন্সর বোর্ড বলছে, এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। চলচ্চিত্রটির কাহিনী/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।

সেন্সর বোর্ডের চিঠিতে আরও বলা হয়, গত ৩ মার্চ আবেদনের পরিপ্রেক্ষিতে সিনেমাটি পরদিন ৪ মার্চ সেন্সর বোর্ডের সদস্যরা পরীক্ষা করেন। এরপর সেটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ২২ এপ্রিল বোর্ড সদস্যরা পুনরায় পরীক্ষা করেন। পুনরায় যাচাই শেষে বোর্ড সভায় চলচ্চিত্রটির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেন্সর বোর্ডের সদস্যদের মতে, ‘দি কোড ফর সেন্সরশিপ অব ফিল্মস ইন বাংলাদেশ, ১৯৮৫ এর ১ এর প্রথম, পঞ্চম ও সপ্তম দফায় বর্ণিত উপাদানসমূহ বিদ্যমান থাকায় ‘অমীমাংসিত’ চলচ্চিত্রটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয়। ফলে ‘দি বাংলাদেশ সেন্সরশিপ অব ফিল্মস রুলস, ১৯৭৭’ এর বিধি ১৬ (৫) অনুযায়ী চলচ্চিত্রটির সেন্সরপত্রের আবেদন বাতিল বা সেন্সরপত্র দিতে অস্বীকারের কথা জানায় সেন্সরবোর্ড। তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা চাইলে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের উপপরিচালক মো. মঈনুদ্দীন।

এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছে তানজিকা আমিন ও ইমতিয়াজ বর্ষন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়নাভিরাম শিরীষ ফুলে সেজেছে প্রকৃতি

এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

অবশেষে রেলপথের সুফল পেতে যাচ্ছে ঝালকাঠিবাসী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী

গাজার চেহারা বদলে দিতে মরিয়া নেতানিয়াহু

বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ

উপজেলা নির্বাচন / মন্ত্রী-এমপির স্বজনদের সরে দাঁড়াতে বললেন ওবায়দুল কাদের

ডিউটিতে ঘুমে স্টেশন মাস্টার, কী ঘটল

১০

নওগাঁর রাণীনগর যেন মাদকের অভয়ারণ্য, সমানতালে বেড়েছে জুয়াও

১১

কী আছে আজ আপনার ভাগ্যে?

১২

টানা তিনবার লন্ডনের মেয়র হয়ে বাসচালকের ছেলের চমক

১৩

ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ

১৪

টাঙ্গাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২২

১৫

আজকের আবহাওয়া কেমন থাকবে

১৬

নারায়ণগঞ্জে গণধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১৭

৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

১৮

একই লেনে মৈত্রী ও ধূমকেতু এক্সপ্রেস!

১৯

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

২০
*/ ?>
X