কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : বুলু

কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরকতউল্লাহ বুলু। ছবি : কালবেলা
কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরকতউল্লাহ বুলু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে আরাফাত রহমান কোকো ও তারেক রহমানসহ খালেদা জিয়াকে হানাদার বাহিনী গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট নিয়ে যায়। সেখানে তিনি বন্দি ছিলেন।

সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরকতউল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে সেনাপ্রহরায় হাসপাতালে তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিয়েছিলেন। একদিকে পাকবাহিনী খালেদা জিয়াকে গ্রেপ্তার করে নিয়ে গেল, অন্যদিকে শেখ হাসিনাকে সেনাপ্রহরায় হাসপাতালে সন্তান প্রসবের সুযোগ করে দিল। এতেই বুঝা যায় বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি কারা।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন হবে। কারণ বিএনপিকে এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। বিএনপি একদিকে দাঁড়িয়েছে, আর বাংলাদেশের সব ষড়যন্ত্রকারী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধের শক্তি, বিদেশি প্রভুদের দালাল এজেন্টরা একদিকে দাঁড়িয়েছে।

বিএনপির এ নেতা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু দল পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে মেতে উঠেছে। পিআর নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, পিআর মানেই মানুষকে বোকা বানানোর চেষ্টা। নির্বাচন বানচাল করতে কয়েকজন পিআর নিয়ে মেতেছেন। পিআর পদ্ধতি উপমহাদেশের কোথাও নেই। গণতন্ত্রের আঁতুড় ঘর সেই ভারতের মানুষও পিআর কি জানে না। সুতরাং পিআর নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

বক্তব্যের একপর্যায়ে ডাকসুর নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের পক্ষে ভোট চান বরকতউল্লাহ বুলু। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের পরিচিত জন যারা ডাকসুর ভোটার আছেন তাদের প্রতি আবিদকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দুপুর ১২টায় শুরু হওয়া দ্বিবার্ষিক সম্মেলনটি শেষ হয় বিকেল ৩টায়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজি আমিন-অর রশিদ ইয়াছিন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ইউসুফ মোল্লা টিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কুমিল্লা আদর্শের সদর উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি হিসেবে রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ওমর ফারুকের নাম ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত বেড়ে ৪

ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

সারা দেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি

জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

ওজন কমাতে ৭ প্রচলিত ধারণা ভুলে গেলেই ফল আসবে আরও সহজে

হিজাববিদ্বেষী শিক্ষিকার শাস্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিস 

অপারেশনের ভয়ে হাসপাতাল থেকে লাফ দিলেন যুবক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন যে ধনকুবের

১০

রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১১

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

১২

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

১৩

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

১৪

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

১৫

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৬

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

১৭

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

১৮

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

১৯

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

২০
X