বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির হলিউড

ফেব্রুয়ারির হলিউড। ছবি : সংগৃহীত
ফেব্রুয়ারির হলিউড। ছবি : সংগৃহীত

দেখতে দেখতে শেষ হলো নতুন বছরের প্রথম মাস জানুয়ারি। বিদায়ী মাসে হলিউডে মুক্তি পেয়েছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা, যা দেখে রীতিমতো চমকে গেছেন দর্শকরা। তবে এখানেই শেষ নয়, ফেব্রুয়ারিতে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউডে মুক্তি পেতে চলেছে আরও বেশ কিছু সিনেমা। তার মধ্যে রয়েছে অ্যাকশন, হরর, সাইকোলজিক্যাল থ্রিলার ও কমেডি ঘরানার সিনেমা। কালবেলার আজকের আয়োজনে থাকছে আসন্ন ৫টি সিনেমার গল্প।

গেম অব পাওয়ার

টনি মার্সের পরিচালনায় নির্মিত ‘গেম অব পাওয়ার’ সিনেমাটি মুক্তি পাবে ২ ফেব্রুয়ারি। এতে অভিনয় করেছেন ব্রুস ডেভিসন, টবিন বেল, এরিন উসহ আরও অনেকে। সিনেমাটির কাহিনি একজন সাংবাদিককে ঘিরে। যিনি একটি স্থানীয় বারে অবৈধ জিনিস বিক্রির বিষয়ে তদন্ত করছেন। তবে এ তদন্তের স্বার্থে তাকে একটি অপ্রত্যাশিত চাকরিতে যোগদান করতে হয়। চাকরিতে যোগদানের পর তিনি রাজনৈতিক দুর্নীতি ও বিভিন্ন গোপন হত্যা রহস্যের তথ্য উদঘাটন করতে থাকেন। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি।

লাভ হার্টস

ফেব্রুয়ারির ৭ তারিখে মুক্তি পেতে চলেছে জনাথন ইউসেবিওর পরিচালনায় নির্মিত অ্যাকশন কমেডি সিনেমা লাভ হার্টস। এতে দেখা যাবে একজন রিয়েলটর (ভূমি ব্যবস্থাপক/দালাল) তার অতীত জীবনে ফিরতে বাধ্য হয়, যখন তার সাবেক অপরাধ জগতের সঙ্গী একটি রহস্যময় বার্তা নিয়ে ফিরে আসে। একই সঙ্গে তার অপরাধ-জগতের প্রভাবশালী বড় ভাইও যখন তাকে খুঁজতে শুরু করে, তখন তাকে বাধ্য হয়ে সেই অতীত ইতিহাসের মুখোমুখি হতে হয়, যা সে আগে সম্পূর্ণভাবে সমাহিত করতে পারেনি। সিনেমাটিতে অভিনয় করেছেন কে হুয় কোয়ান, আরিয়ানা ডিবোস, ড্যানিয়েল উসহ আরও অনেকে।

হার্ট আইজ

একই দিন মুক্তি পেতে চলেছে ডার্ক হরর কমেডি সিনেমা হার্ট আইজ। ছবিটি পরিচালনা করেছেন জশ রুবেন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জর্ডানা ব্রুস্টার, ডেভন সাওয়া, অলিভিয়া হোল্টসহ আরও অনেকে। সিনেমায় দেখা যাবে বিগত কয়েক বছর ধরে, ‘হার্ট আইজ’ কিলার ভ্যালেন্টাইনস ডেতে আতঙ্ক সৃষ্টি করে আসছে, ধরে ধরে প্রেমিক-প্রেমিকাদের অনুসরণ করে নির্মমভাবে হত্যা করছে। তাই আসন্ন ভ্যালেন্টাইনস ডে’তে এ হত্যার ব্যতিক্রম ঘটবে না বলে আতঙ্কে থাকতে দেখা যাবে স্থানীয়দের।

হোয়েন আই অ্যাম রেডি

৭ ফেব্রুয়ারিই মুক্তি পেতে চলেছে অ্যান্ড্রু জনসন পরিচালিত রোমান্টিক সিনেমা হোয়েন আই অ্যাম রেডি। এতে দেখা যাবে জীবনের শেষ দিনগুলোতে জীবনের অর্থ এবং রোমাঞ্চ খুঁজতে রোজ এবং মাইকেল এক বিপজ্জনক গ্রহাণুর হুমকির মধ্যে পড়ে যায়। তারা জানে এ গ্রহাণু পৃথিবীর সব জীবন শেষ করে দেবে, তবুও তারা দেশজুড়ে এক রোড ট্রিপে বেরিয়ে পড়ে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু ওর্টেনবার্গ ও জুন শ্রেইনার।

ভেরোনা’স রোমিও অ্যান্ড জুলিয়েট

ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ বিয়োগান্তক নাটকের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘ভেরোনা’স রোমিও অ্যান্ড জুলিয়েট’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন টিমোথি স্কট বোগার্ট এবং এতে অভিনয় করেছেন জেসন আইজ্যাকস, ডেরেক জ্যাকোবি, রেবেল উইলসনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১০

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১১

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১২

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৩

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৪

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৫

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৬

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৭

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৮

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৯

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X