কে-পপ জগৎ আবারও সরগরম ব্ল্যাকপিঙ্কের চমকপ্রদ ঘোষণায়। বিশ্বখ্যাত এ গার্ল গ্রুপটি অবশেষে ঘোষণা করেছে তাদের বহু প্রতীক্ষিত ‘ডেড লাইন’ ওয়ার্ল্ড ট্যুর, যা শুরু হবে ৫ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। স্টেজ পারফরম্যান্স, স্টাইল এবং সংগীতের সমন্বয়ে এ ট্যুর নতুন ইতিহাস গড়বে বলেই প্রত্যাশা সংগীত বিশ্লেষকদের। তবে এ ট্যুর ক্যালেন্ডারের একটি ব্যতিক্রমী দিক ভক্তদের নজর কেড়েছে। সেখানে দেখা যায় সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে কোনো পারফরম্যান্স নেই তাদের। এ নীরবতাই জন্ম দিয়েছে নানা জল্পনার। ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রকাশিত সূচি অনুযায়ী, আগস্ট ২০২৫-এ ব্ল্যাকপিঙ্ক ঝড় তুলবে ইউরোপের চারটি শহরে—প্যারিস, মিলান, বার্সেলোনা ও লন্ডনে। কিন্তু এরপর হঠাৎ সেপ্টেম্বরের নিস্তব্ধতা?
ভক্তদের মতে, এটি শুধু বিশ্রামের সময় নয়, বরং একটি পরিকল্পিত বিরতি, যা হতে পারে নতুন মিউজিক্যাল রিলিজের সূচক। গুঞ্জন উঠেছে, জুন ২০২৫-এ আসতে পারে একটি প্রি-রিলিজ ট্র্যাক, যা ডেডলাইন ট্যুরের প্রথম ভাগে আরও উন্মাদনা ছড়াবে। আর ঠিক সেপ্টেম্বরে, সেই ফাঁকা ক্যালেন্ডারে উন্মোচিত হতে পারে ব্ল্যাকপিঙ্কের নতুন পূর্ণাঙ্গ অ্যালবাম, যা হবে ২০২২ সালের ‘বর্ন পিঙ্ক’-এর পর প্রথম পূর্ণদলীয় রিলিজ। ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউন সুক জানিয়েছেন, নতুন গান আসছে, তবে রিলিজ ডেট এখনো চূড়ান্ত হয়নি।’ এ মন্তব্যে আরও জোরালো হয়েছে সেপ্টেম্বর-জল্পনা।
এদিকে ডেডলাইন ট্যুরের শেষভাগে নভেম্বর ও আগামী জানুয়ারির মাঝে আবারও এক মাসের বিরতি রয়েছে। যদি সেপ্টেম্বরেই অ্যালবাম মুক্তি পায়, তবে ডিসেম্বর হতে পারে মেগা প্রমোশনাল ক্যাম্পেইন ও বিশেষ পারফরম্যান্সের সময়কাল।
এখনো পর্যন্ত ওয়াইজি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না দিলেও, একটি বিষয় স্পষ্ট—ব্ল্যাকপিঙ্ক মানেই নতুন ইতিহাস। প্রতিটি পদক্ষেপেই তারা প্রমাণ করে চলেছে, কেন তারা শুধু একটি ব্যান্ড নয়, বরং একটি গ্লোবাল ফেনোমেনন। আর ‘ডেড লাইন’ ট্যুর? এটি হতে চলেছে সেই ইতিহাসের নতুন অধ্যায়, যেখানে সুর, স্টাইল আর স্টেজ সবই ছাড়িয়ে যাবে আগের সবকিছুকে।
মন্তব্য করুন