মার্কিন গ্লোবাল রক ব্যান্ড লিংকিন পার্ক। প্রথমবারের মতো ভারতে কনসার্ট করতে আসবে তারা। ব্যান্ডের ফেসবুক পেজ থেকে বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে।
যেখানে উল্লেখ করা হয়, আমেরিকান রক ব্যান্ড লিংকিন পার্ক ভারতে তাদের প্রথম পারফর্ম করার জন্য প্রস্তত হচ্ছেন। তারা অংশ নেবেন ললাপালুজা ইন্ডিয়া ২০২৬-এ, যা অনুষ্ঠিত হবে মহালক্ষ্মী রেসকোর্স, মুম্বাই-এ।
এ বিষয়ে ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা মাইক শিনোডা বলেন, ‘ভারতে পারফর্ম করার ইচ্ছে আমাদের দীর্ঘদিনের। সেখানে আমাদের ভক্তরা অত্যন্ত উৎসাহী এবং আমরা শেষমেশ আমাদের লাইভ শো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুবই আগ্রহী।’
ব্যান্ড লিংকিন পার্ক বর্তমানে গান নিয়ে বিশ্ব ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন। সব শেষ দলটি আমেরিকার মিনিয়াপোলিস শহরে কনসার্ট করেছে। এছাড়া ২০২৬ সালে তারা বাহরাইন ও দুবাইতে কনসার্ট করবে। যার আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেছে।
মন্তব্য করুন