দিনাজপুরে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে দিনাজপুর প্রেস ক্লাব ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলার জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ এবং সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মো. শাহ আলম শাহী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল, প্রেস ক্লাবের সহসভাপতি রতন কুমার সিং, চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান জুয়েল, দিনাজপুর বণিক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি একরাম তালুকদার, এবং জেলা চেম্বারের মানবেন্দ্র দাস মনোজ প্রমুখ।
বক্তারা বলেন, কালবেলা কেবল ছাপা সংবাদ নয়; বরং অনলাইন ও মাল্টিমিডিয়া নিউজের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংবাদ পাঠক-দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে, যা দেশের গণমাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন