ভারতীয় ক্রিকেটে যেন ফের জন্ম নিল এক ‘স্মৃতি মন্ধানা–সোফি ডিভাইন’ হাইব্রিড! নাম তার কিরণ নবগিরে। ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নারী টি–টোয়েন্টিতে গড়লেন ইতিহাস—স্বীকৃত ক্রিকেটে এটিই এখন দ্রুততম শতক।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে শুক্রবার সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টি ট্রফির ম্যাচে পাঞ্জাব উইমেন্সের দেওয়া ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল মহারাষ্ট্র। ওপেনিংয়ে নেমে নবগিরে ঝড় তুললেন একাই। ৩৫ বলে অপরাজিত ১০৬ রানে ম্যাচ শেষ করেন তিনি, যেখানে ছিল ১৪টি চার আর ৭টি ছক্কা। স্ট্রাইক রেট? অবিশ্বাস্য—৩০২.৮৬! নারী ক্রিকেট ইতিহাসে ৩০০-এর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নজির এটাই প্রথম।
এই সেঞ্চুরির সঙ্গে ভেঙে গেল নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইনের ২০২১ সালের রেকর্ড। ডিভাইন সে বছর ওয়েলিংটনের হয়ে ৩৬ বলে শতক করেছিলেন—এখন সেই রেকর্ডের নতুন মালিক কিরণ নবগিরে।
প্রথম দিকের ধাক্কা সামলে তৃতীয় ব্যাটার হিসেবে নামা নবগিরে জুটি বাঁধেন মুক্তা মাগরের সঙ্গে। দুজনের অবিচ্ছিন্ন ১০৩ রানের পার্টনারশিপে মাত্র ৮ ওভারেই জয় নিশ্চিত করে মহারাষ্ট্র।
৩১ বছর বয়সী নবগিরে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখনো ছয়টি টি–টোয়েন্টি খেলেছেন মাত্র, সফলতা তেমন আসেনি। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি একেবারে অন্য চেহারার। ২০২২ সালের টুর্নামেন্টে এক মৌসুমে ৩৫টি ছক্কা হাঁকিয়ে গড়েছিলেন রেকর্ড, একই বছরে অরুণাচল প্রদেশের বিপক্ষে খেলেছিলেন বিধ্বংসী ৭৬ বলে ১৬২ রানের ইনিংস।
মেয়েদের আইপিএলের (WPL) প্রথম আসরেই নজর কাড়েন নবগিরে। ইউপি ওয়ারিয়র্সের জার্সিতে ৩১ বলে ৫৭ রান করে দলকে জিতিয়েছিলেন। চলতি মৌসুমেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে নিজের নাম আবারও তুলে ধরেন আলোচনায়।
এই সেঞ্চুরির পর এখন অনেকেই ভাবছেন—ভারতীয় নারী দলে কবে ফিরবেন নবগিরে? অন্তত ব্যাট হাতে তাঁর উত্তরটা পাওয়া গেল স্পষ্টভাবে—“যেখানেই খেলি, রেকর্ডই হবে আমার ভাষা।”
মন্তব্য করুন