নওগাঁয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিাবার (১৬ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক টি এম এ মমিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক কালবেলার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামাণিক।
জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নওশাদ হাসান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, নবির উদ্দিন ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদসহ অন্যরা।
বক্তব্যে সাংবাদিক আজাদ হোসেন মুরাদ বলেন, দৈনিক কালবেলা দুর্নীতিবাজদের কাল। বিশেষ করে কালবেলার অনলাইন ও মাল্টিমিডিয়া দুর্নীতিবাজদের আতঙ্ক। কালবেলা আগে যেমন দুর্নীতিবাজদের জন্য কাল হয়ে ছিল, আগামীতেও দুর্নীতিবাজদের জন্য কাল হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নওশাদ হাসা।
একইভাবে কালবেলার সাফল্য কামনা করে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক টি এম এ মমিন। এ সময় তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
কালবেলার সাফল্যের নানান দিক তুলে ধরে বক্তারা বলেন, গণমানুষের কথা তুলে ধরে ‘কালবেলা’ পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক কালবেলা আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। এ ছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য এবং পাঠকপ্রিয়তা আরও সামনের এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেন সবাই।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি ও অতিথিরা কেক কাটেন। এর আগে প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেস ক্লাব এসে শেষ হয়।
এ সময় কালবেলার আত্রাই উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন সেন্টু, রাণীনগর উপজেলা প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, মান্দা উপজেলা প্রতিনিধি রইচ উদ্দিন, নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি ইমরান ইসলাম, সাপাহার উপজেলা প্রতিনিধি প্রদীপ সাহা, পোরশা উপজেলা প্রতিনিধি আমির উদ্দিন বাবু, পত্নীতলা উপজেলা প্রতিনিধি আতাউর রহমান এবং ধামইরহাট উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেনসহ জেলা ও উপজেলায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন