সংগীতশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক তরুন মুন্সী নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। তার নতুন গানের শিরোনাম ‘বেদনার কান্না’। এটি লিখেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় গীতিকার গোলাম মোর্শেদ।
গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন তরুন মুন্সী নিজেই। শিল্পী বলেন, গোলাম মোর্শেদ ভাই একজন গুণী গীতিকার। তার লেখা গান গাইতে পেরে বেশ ভালো লাগছে। বেদনার কান্না আমাদের দীর্ঘদিনের চেষ্টার ফসল। শ্রোতারাও গানটি পছন্দ করবেন বলে আশা করি।
আসছে ১২ সেপ্টেম্বর গানটি প্রকাশিত হবে। গান জানালার ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশিত হবে। এরই মধ্যে গানের ভিডিও নির্মিত হয়েছে।
উল্লেখ্য, তরুন মুন্সীর কণ্ঠে- ‘স্বার্থপর’, ‘আনলাকি থার্টিন’, ‘অবনী বাড়ি আছো?’, ‘কিছু কিছু নাম্বার থেকে’, ‘মনের আশায়’, ‘চাইলে তুমি’, ‘আশা নামের একটা পাখি’, ‘কারো কাছে’, ‘মনের মানুষ’, ‘আজব’সহ অসংখ্য রোমান্টিক এবং স্যাড রোমান্টিক ধারার রক, হার্ড রক, মেলো রক গানগুলো এখনো শ্রোতাদের পছন্দের শীর্ষে রয়েছে।
মন্তব্য করুন