সপ্তাহখানেক পরই কোরবানির ঈদ। সারা দেশের মতো এই উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের খামারিরাও। নিজেদের বড় গরুগুলোকে বাহারি সব নাম দিচ্ছেন তারা। বরাবরের মতো এবারও কিছু ষাঁড়ের নাম রাখা হয়েছে বাংলদেশি সিনেমার তারকাদের নামে। সেই ধারাবাহিকতায় একটি গরুর নাম রাখা হয়েছে ‘শাকিব খান’।
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার খামারি রনির খামারে রয়েছে ৮০০ কেজি ওজনের নেপালি জাতের একটি গরু। মালিকের ভাষ্য, এর চালচলন নায়কের মতো, তাই নাম রাখা হয়েছে ‘শাকিব খান’। দাম ১০ লাখ টাকা। একজন ক্রেতা সেটাকে কিনতে চেয়েছেন ৯ লাখে। এমনটাই জানা গেছে সংবাদমাধ্যমে।
এর আগের বছর ব্রাহ্মণবাড়িয়ায় একটি গরুর নাম রাখা হয়েছিল ‘জায়েদ খান’। বগুড়ায় দেখা গিয়েছিল ‘হিরো আলম’ নামে একটি গরু। সে বছরও ‘শাকিব খান’ নামে গরু ছিল। এ ছাড়া ডিপজলের নামেও গরুর নাম রাখা হয়েছিল। বাদ যায়নি বলিউড বাদশা শাহরুখ খানও। তার নামেও গরু আনা হয়েছিল হাটে।
তবে এ বিষয়ে গত বছর চটেছিলেন চিত্রনায়ক ওমর সানি। এসব নাম রাখা ঠিক নয় বলে জানিয়েছিলেন তিনি।
মন্তব্য করুন