অভিনেত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুম্বাইয়ে দীপক মালাকার নামে এক কাস্টিং ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৫৪, ৩৫৪-এ, ৩৪২ ধারার অধীনে মামলা হয়েছে।
দীপকের বিরুদ্ধে খুনের চেষ্টা, নারীর শালীনতা ক্ষুণ্ন করার চেষ্টা বা অপরাধমূলক বলপ্রয়োগ, যৌন নিগ্রহ ও অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।
ফেসবুকে দীপকের সঙ্গে আলাপ হয় ভুক্তভোগী অভিনেত্রীর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। তরুণীকে হিন্দি সিনেমায় সুযোগ দেওয়ার প্রলোভন দেখান দীপক। কিন্তু মুম্বাইয়ে আসার পর দীপক ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বাধার মুখে তরুণীর মাথায় আঘাত করে পালিয়ে যান দীপক।
দীপকের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন ভুক্তভোগী। একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তরুণীর অভিযোগের ভিত্তিতে গুজরাটের সুরাত থেকে দীপককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মিড ডে থেকে জানা গেছে, ওই তরুণীকে ১১ আগস্ট মুম্বাইয়ে ভারাসোভা এলাকায় নিজের বন্ধুর বাড়িতে নিয়ে যান দীপক। সেখানেই ধর্ষণের চেষ্টা করেন। মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন ওই তরুণী। পরে দীপক তাকে ওই বাড়িতে রেখেই পালিয়ে যান।
আরও পড়ুন : গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন মমতাজ
ভারতীয় সংবাদমাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মাথায় আঘাত পেয়েই অজ্ঞান হয়ে পড়েন তরুণী। চেতনা ফিরে এলে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বাইরে আসেন ভুক্তভোগী। আশপাশের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। তারাই খবর দেন পুলিশে। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
তরুণীকে রেখে পালিয়ে যাওয়ার সময় নিজের ফোন বন্ধ করে দেন অভিযুক্ত দীপক। কিন্তু টাকা তুলতে এটিএম কার্ড ব্যবহার করার সূত্র ধরে তার খোঁজ পায় পুলিশ।
মন্তব্য করুন