বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুনভাবে ‘বয়াম পাখি’, সঙ্গে জেফার

নতুনভাবে ‘বয়াম পাখি’, সঙ্গে জেফার

জেফার রহমান কি ’অ্যালেন স্বপন’–এর নতুন ‘বৈয়াম পাখি’? গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন জেফার। বলেছেন, ‘আমি বৈয়ম পাখি নই’। গানে এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছুদিন। আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক-শ্রোতারা।

১৯ মার্চ বিকেলে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। নতুন ভার্সনের এই গানটির মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানালো, সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার। তিনি শুধু গানটিতে কণ্ঠই দেননি, করেছেন অভিনয়ও। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার নতুন সিরিজে দেখা যাবে তাকে।

‘অ্যালেন স্বপন’ সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল জেফারের। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজটির নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য জেফারকে অফার করেন, তখন আর বেশি ভাবতে হয়নি তার। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানে কণ্ঠও দিয়েছেন।

‘বৈয়াম পাখি ২.০’ গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

জেফারের কণ্ঠে লাইনগুলো এমন– ‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি–চিকি মাইয়া/রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’ এর ভিডিও। টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ।

গানটির আরেকটি অংশে জেফারের কণ্ঠে শোনা যায়, ‘আশে পাশে সবাই থাকে, সাবাই খোঁজে মজা/আমি থাকি আমার মতো, আমায় জায়না বোঝা’। লাইনটির মতোই নাকি জেফারের চরিত্র। অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রটির অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো দিক আছে। এক কথায় চরিত্রটিকে বর্ণনা করা কঠিন।’

‘বৈয়াম পাখি’ দ্বিতীয় ভার্সন প্রকাশের দিনে প্রথম গানটি তৈরির গল্প বলেছেন খৈয়াম সানু সন্ধি। তিনি গানটির দুটি ভার্সনেরই সুরকার ও সংগীতায়োজক। সন্ধি বলেন, চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় একটি লাইন বার বার মনে পড়ছিল। আনমনেই লাইনটি আওড়াচ্ছিলাম কয়েকদিন। পরে সেই একটি লাইনকে আশ্রয় করে তৈরি হয় ‘বৈয়াম পাখি’ গানটি। ‘তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই’– লাইনটি মূলত সংলাপ হিসেবেই ছিল সিরিজটিতে।

নতুন ভার্সন নিয়ে সন্ধি বলেন, বৈয়াম পাখি গানটা কিন্তু মজার জন্য। এটা একটা ফান সং। অ্যালেন স্বপন চরিত্রটা একটা মন্দ চরিত্র। অন্যদিকে জেফার খুব কনফিডেন্ট ও বোল্ড। এই দুটি চরিত্রের একে-অপরের উপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকেই আমরা এবার গান হিসেবে নিয়ে আসার চেষ্টা করেছি।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : বুলু

সমুদ্রে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ তারকা

বিশ্লেষণ / চীন-ভারতের বাঁধ যুদ্ধ : ব্রহ্মপুত্রের ভাগ্য নিয়ে শঙ্কায় বাংলাদেশ

নাফ নদ থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চান, জানালেন সাদিক কায়েম

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল

স্পন্সর হারিয়ে কত টাকার ক্ষতির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড?

বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই : তারিকুল

১০

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে এমন ১১ অভ্যাস জেনে নিন

১১

কোন অস্ত্র উদ্ধারে কত টাকা পুরস্কার?

১২

ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা

১৩

টাইগারদের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড

১৪

এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি

১৫

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

১৬

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

১৭

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

১৮

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

১৯

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

২০
X