বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

কেক কেটে সাফল্য উদযাপন করে কালবেলা টিম। ছবি : কালবেলা
কেক কেটে সাফল্য উদযাপন করে কালবেলা টিম। ছবি : কালবেলা

বাঙালির ভাতপ্রেম আর তার চারপাশের হাস্যরস কেন্দ্র করে এসএমসি নিবেদিত কালবেলা ড্রামার তৃতীয় নাটক ‘সবার উপরে ভাত’ ইউটিউবে খুব অল্প সময়ে এক কোটি ভিউজ অতিক্রম করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ অর্জন উদযাপন করতে নাটকের নির্মাতা মাইদুল রাকিব উপস্থিত হন রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে অবস্থিত দৈনিক কালবেলা পত্রিকার কার্যালয়ে। সেখানে কেক কাটা হয় আর আনন্দঘন পরিবেশে পুরো টিম একত্রিত হয়ে এ সাফল্য উদযাপন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদ, চিফ রিপোর্টার জাকির হোসেন লিটন, বিনোদন ইনচার্জ এ এইচ মুরাদসহ কর্মকর্তারা। কেক কাটার আগে মাইক্রোফোন তুলে দেওয়া হয় নির্মাতা মাইদুল রাকিবকে, যিনি জানান, গত বছর তিনি সন্তানের বাবা হয়েছেন। তার শেষ কাজটিই ছিল এই নাটক এবং তিনি স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সন্তান আগমনের আগে নতুন কোনো প্রকল্প হাতে নেবেন না। সে কারণেই এ নাটকটি ছিল তার কাছে বিশেষ প্রিয়, তাই সেটি শেষ করার চেষ্টা করেছেন নিজস্ব নিষ্ঠা ও আবেগ দিয়ে।

মাইদুল রাকিব বলেন, ‘আমি গল্পটি আগে রেখে দিয়েছিলাম, কারণ এটি আমার নিজের। আমি নিজে ভাত খুব পছন্দ করি। ভালো প্ল্যাটফর্মের অভাবে এতদিন এটি বাস্তবায়িত হয়নি। যখন শুনলাম কালবেলা নাটক নিয়ে কাজ শুরু করেছে, তখনই গল্পটি হাতে নিলাম। দর্শকের ভালোবাসা পাওয়া সত্যিই আনন্দদায়ক।’

এরপর কথা বলেন পলাশ মাহমুদ। তিনি টিমের প্রশংসা করে বলেন, “যখন আমরা সম্পাদক সন্তোষ দাদাকে বললাম ‘কালবেলা ড্রামা’ শুরু করতে চাই, তিনি এক কথায় সম্মতি জানালেন। তারপরই যাত্রা শুরু হলো। মাঝে কিছুটা বিরতিও ছিল। আমরা এখন দশ মিলিয়ন ভিউ উদযাপন করছি, আশা করি পরের কেকটা হবে দশ মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য।”

নাটকটি মূলত বাঙালির খাবারের চিরন্তন ভালোবাসা, ভাতকে কেন্দ্র করে তৈরি হাস্যরস এবং সামাজিক সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত। নায়ক নিলয় আলমগীর এবং নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটকটি মুক্তির মাত্র ১০ দিনের মধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। কেন্দ্রীয় চরিত্র ওবায়দুল একজন অকৃত্রিম ভাতপ্রেমী। প্রেমিকা তাকে ‘ভাতের নেশা’ থেকে মুক্ত করতে চাইলেও হাস্যরসের মাধ্যমে গল্পে সৃষ্টি হয় মজার পরিস্থিতি ও পারিবারিক টানাপোড়েন।

‘সবার উপরে ভাত’ শুধু খাদ্য নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়, পারিবারিক অভ্যাস ও সামাজিক মর্যাদার প্রতীক। নাটকটি দেখিয়ে দিয়েছে যে, যুগের পরিবর্তন, ফাস্টফুড বা নতুন রেসিপি আসুক না কেন—ভাতের স্থান বাঙালির পাতে চিরকালই ‘সবার উপরে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

১০

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

১১

ফ্রেন্ড জোন থেকে বের হওয়ার ৪ উপায়

১২

‘ব্যবসায়ী’ আমির হামজার সম্পদ দেড় কোটি টাকার, গাড়ির দাম ২৫ লাখ

১৩

যশোরে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন বাতিল

১৪

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা

১৬

সাধারণ শব্দেও যখন অসহ্য লাগে

১৭

হাদি হত্যার বিচার চেয়ে ঢাবি শিক্ষক মোনামীর কড়া বার্তা

১৮

দেশে মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে : ইশরাক

১৯

সরকারের অনুমতিক্রমে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

২০
X