কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এবারের পূজায় ডি এল রায়ের গানে সংগীতশিল্পী সঞ্চিতা

এবারের পূজায় ডি এল রায়ের গানে সংগীতশিল্পী সঞ্চিতা। ছবি : সংগৃহীত
এবারের পূজায় ডি এল রায়ের গানে সংগীতশিল্পী সঞ্চিতা। ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া দ্রিজেন্দ্রলাল রায় বা ডি এল রায়ের ‘একবার গাল ভরা মা ডাকে’ গানটি। গত ২১ সেপ্টেম্বর মহালয়ার দিনে গানটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। সঞ্চিতা রাখির কণ্ঠে ডি এল রায়ের জনপ্রিয় এই গানটির সংগীতায়োজনে ছিলেন চন্দন ঘোষ। আর চিত্রায়নে ছিলেন জাকির হোসেন রাজু।

সংগীতশিল্পী সঞ্চিতা রাখি জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পঞ্চকবির একজন হিসেবে ডি এল রায়ের জনপ্রিয় এই গানটি বেছে নেওয়া হয়েছে। কারণ হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে মা বলে সম্বোধন করে থাকেন। গানটিতে সেই মায়ের বন্দনায় করা হয়েছে। পূজার গান হিসেবে এটি জি সিরিজ থেকে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ইউটিউবেও গানটি পাওয়া যাবে।

সঞ্চিতা রাখি মূলত রবীন্দ্র সংগীতশিল্পী। তবে পঞ্চকবির গানের প্রতিও রয়েছে তার অনুরাগ। এ কারণে ডি এল রায়ের গানটিকে বেছে নেন পূজাকে সামনে রেখে সংগীত অনুরাগীদের জন্য তার নিবেদন হিসেবে।

জি সিরিজ থেকে গানটি প্রকাশের পাশাপাশি পূজাকে সামনে রেখে তিনি এটিএন বাংলা, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, যমুনা টেলিভিশনসহ একাধিক টিভি চ্যানেলে পূজার গান করেছেন। এ ছাড়া রাজধানীতে পূজা উদযাপন কমিটির সংগীতায়োজনেও তিনি সরাসরি গান পরিবেশন করবেন।

সংগীতশিল্পী সঞ্চিতা রাখির সংগীতে পথচলা পারিবারিক আবহে শৈশব থেকে। নওগাঁয় জন্ম নেওয়া এই শিল্পীর বাবা রনজিৎ পাল ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বাবার আগ্রহ ও অনুপ্রেরণায় গানে হাতেখড়ি তার। গানের প্রতি ভালোবাসা ও আকর্ষণ থেকে স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রীয় সংগীত বিভাগে। সেখান থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এরপর তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সংগীতের ওপর প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে দেশে ফিরে সংগীতের সঙ্গেই শুরু হয় তার পেশাগত জীবন। ছায়ানট সংগীত বিদ্যায়তনে যুক্ত হন গানের শিক্ষক হিসেবে। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানিডেল স্কুলে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সংগীত চর্চায় যুক্ত রয়েছেন।

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে এরই মধ্যে সঞ্চিতা রাখি সরকারি-বেসরকারি রেডিও-টেলিভিশন ও মঞ্চে নিয়মিত বিভিন্ন সংগীত আয়োজনের সঙ্গে যুক্ত।

এ ছাড়া বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের কাছে নিয়মিত থাকতে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিতভাবে রবীন্দ্র সংগীতসহ পঞ্চকবির গান নতুনরুপে চিত্রায়িত করে প্রকাশ করেন। শিল্পী জানান, শ্রোতাদের কাছে নিয়মিত থাকতেই অনলাইন ও ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত তার ইউটিউব চ্যানেল প্রায় অর্ধ শতাধিক গান প্রকাশ করা হয়েছে। এসব গানের চিত্রায়ন করা হয়েছে দেশে–বিদেশে। ইউটিউবে গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন দিবসকে সামনে রেখে তিনি বিভিন্ন টেলিভিশনের আয়োজনেও গান পরিবেশন করে চলেছেন।

সঞ্চিতা রাখি আরও বলেন, সংগীতে তিনি প্রাতিষ্ঠানিক যে শিক্ষা পেয়েছেন গানের মাধ্যমে তার রেশ ছড়িয়ে দিতে চান শ্রোতাদের মাঝে। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করেই তিনি তার ভবিষ্যত সংগীত জীবনকে আরও সমৃদ্ধ করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় অসহায়দের পাশে সনাতনী অধিকার আন্দোলন

বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজের মৃত্যু

‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমন্বিত স্বাস্থ্যখাত তৈরি করা হবে’ 

৮৯ বার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

এবার দুর্নীতির মামলায় সাবেক বিচারপতি মানিক গ্রেপ্তার

পদ্মার এক ঢাই মাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি

ঝড় তুললেন পরী মণি

রেলিং ভেঙে ঝুলে পড়ল ট্রাক

১০

তরুণদের জন্য পদ্মা ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

১১

প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ

১২

বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম!

১৩

ইতিহাস গড়ল স্বর্ণের দাম

১৪

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

১৬

টিকিট কেনা নিয়ে রেলওয়ের পরামর্শ

১৭

ঘুষ দিয়েও মেলেনি সরকারি ঘর

১৮

নির্বাচন বানচালকারীদের রাজপথে প্রতিহত করা হবে : মেজর হাফিজ

১৯

পাহাড়ে অস্থিরতা নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন

২০
X