তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

আলোচনায় পাঁচ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে ২০২৫-এর একদম শেষ ভাগে সবাই। এ বছর দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বেশকিছু ভালো গল্প ও ব্যবসা সফল সিনেমা মুক্তি পায়। যেগুলোতে অভিনয় করে আলোচনায় ছিলেন কয়েকজন অভিনেত্রীও, যাদের মধ্য থেকে আলোচিত পাঁচ অভিনেত্রী নিয়ে আমাদের আজকের এ আয়োজন, ‘আলোচনায় পাঁচ’।

জয়া আহসান

ঢালিউডে ২০২৫ সালের সবচেয়ে বড় চমক ছিলেন জয়া আহসান। কয়েক বছর ধরে কলকাতার সিনেমা ও ওয়েব প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও, এ বছরে তিনি যেন নতুন করে নিজের উপস্থিতি জানান দিলেন দেশের পর্দায়। এক বছরে মুক্তি পাওয়া তিনটি ভিন্নধর্মী সিনেমা—‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘উৎসব’—এ অভিনয়ের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন কেন তিনি সময়ের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। এ তিন ছবিতেই জয়া আহসানকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন তিনটি চরিত্রে। ‘জয়া আর শারমিন’-এ তিনি অভিনয় করেছেন করোনাকালের ঘরবন্দি এক অভিনেত্রীর ভূমিকায়। এটি পরিচালনা করেছেন পিপলু খান। ‘তাণ্ডব’-এ জয়াকে দেখা গেছে সাংবাদিকের চরিত্রে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী এবং ‘উৎসব’-এ দর্শক তাকে দেখেছেন একেবারেই ভিন্ন রূপে, এক অতিপ্রাকৃত আবহের ভূতের চরিত্রে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় দীর্ঘ সময় অভিনয়ের পর এ বছর নাম লেখান বড় পর্দায়। অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় সাবিলা জানান দেন দীর্ঘ সময়ের জন্য এসেছেন তিনি। তার প্রমাণ হিসেবে বছরের অন্যতম আলোচিত গান ‘লিচুর বাগানে’ উপহার দেন ইন্ডাস্ট্রির নতুন এই চিত্রনায়িকা। গানটি এরই মধ্যে শুধু ইউটিউবে ৪৭ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এ ছাড়া বেশকিছু নতুন সিনেমায় অভিনয়ের আমন্ত্রণ পাচ্ছেন এই নায়িকা। বর্তমানে সাবিলা ব্যস্ত আছেন নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ছবি নিয়ে। যেখানে সাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকা।

তাসনিয়া ফারিণ

২০২৫ সালে তাসনিয়া ফারিণ ঢালিউডে নিজের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলেছেন। ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার মূলধারার বাণিজ্যিক ছবিতে নাম লেখান। যদিও সিনেমাটি বাণিজ্যিক দিক থেকে তেমন সাফল্য অর্জন করতে পারেনি, তবু ফারিণের গ্ল্যামারাস উপস্থিতি এবং শরীফুল রাজের সঙ্গে তার রসায়ন দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। বছরজুড়ে ফারিণ শুধু স্ক্রিনে নয়, অফ-স্ক্রিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। নতুন প্রযোজনা শুরু, একাধিক নতুন গানের কাজ এবং বছরের শেষে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তিনি দর্শক আগ্রহ আরও বৃদ্ধি করেছেন।

মেহজাবীন চৌধুরী

বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘সাবা’। এ ছবির কেন্দ্রীয় চরিত্র সাবা হয়ে মেহজাবীন চৌধুরী দর্শকের সামনে হাজির হন এক ভিন্ন রূপে। পর্দায় তার অভিনয় ছিল সংযত, গভীর এবং অনুভূতিপ্রবণ। ‘সাবা’ চরিত্রে প্রতিদিনের জীবনের সংগ্রাম, একটু মুক্তির আকাঙ্ক্ষা, আর দিনের পর দিন অসুস্থ মায়ের সেবায় মানসিকভাবে ভেঙে পড়ার যন্ত্রণাকে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন মেহজাবীন। সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা মাকসুদ হোসেন। এটি এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

সাদিয়া আয়মান

অভিনেত্রী সাদিয়া আয়মান। ২০২৫ সালটি তার জন্য দুর্দান্ত কেটেছে। এ বছর বড় পর্দায় অভিষেক হয় তার। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় তিনি অভিনয় করেন ‘জেসমিন’ চরিত্রে। তার বিপরীতে ছিলেন সৌম্য জ্যোতি। দুজনের জুটি দর্শকের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া সাদিয়ার দাপট ছিল ছোট পর্দাতেও। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর কমেডি ঘরানার ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় নজর কাড়েন তিনি। সবকিছু মিলিয়ে অভিনয়ে দারুণ বছর কেটেছে এই অভিনেত্রীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

‘ইরানে নতুন হামলার বিষয়ে’ ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত

চট্টগ্রামের কোচের দায়িত্বে আইপিএল খেলা ক্রিকেটার

ফের পুত্রসন্তানের মা হলেন ভারতী সিং

শহীদ ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

খুন করে বিপ্লবের চেতনা দমন করা যায় না : জামায়াত আমির

১২

রোনালদোকে ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপ্পে, জয় পেল সিটিও

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

সমাজকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি এমপি হতে চেয়েছি : অ্যাটর্নি জেনারেল

১৫

বদলে গেল বিপিএল শুরুর সময়

১৬

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক রোববার

১৭

বিএনপি সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে : ড. মারুফ

১৮

মস্তকবিহীন মরদেহ উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য

১৯

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

২০
X