প্রয়াত পরিচালক সুভাষ দত্ত বেগম রোকেয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য মহরত করেছিলেন। কিন্তু তা তিনি সম্পন্ন করে যেতে পারেননি।
এবার চলচ্চিত্র নির্মিত হয়েছে স্পেনে। বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে নিয়ে তৈরি হয়েছে অ্যানমিটেড চলচ্চিত্র। নির্মাণ করেছেন সে দেশের অ্যানমিটের ইসাবলে হারগুয়েরোর।
ছবিটি তৎকালীন বাংলার নারীসমাজ, বিশেষত মুসলিম নারী এবং সমাজব্যবস্থার একটা চমৎকার উদাহরণ বেগম রোকেয়া। যা আগামী ১৭ নভেম্বর স্পেন ও ভারতসহ আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি পাবে।
মন্তব্য করুন