ইরানের চলচ্চিত্র নির্মাতা দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ভাহিদিয়া মোহাম্মাদির মরদেহ উদ্ধার করছে পুলিশ। তাদের লাশ পড়েছিল বাসার পাশেই। এটিকে গুপ্তহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি। ইরানের সরকারি গণমাধ্যম আইআরএনএ-এর বরাতে নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এপি।
সংবাদমাধ্যমে এই মৃত্যুর তথ্য জানিয়েছেন ইরানের বিচারিক কর্মকর্তা হোসাইন ফাজেলি ইরানি। তিনি বলেন, ‘দারিউস মেহেরজুই ও তার স্ত্রীর ঘাড়ের পাশে মারাত্মক জখম হয়েছে। মরদেহের পাশে একটি চাকু পাওয়া গেছে।’
এ ঘটনায় জড়িতদের বের করতে তদন্ত চলছে। এই খুনের উদ্দেশ্যও স্পষ্ট নয়।
চলতি সপ্তাহে নির্মাতার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করে পোস্ট করেছিলেন, তাকে কেউ চাকু দিয়ে মারার হুমকি দিচ্ছে। উল্লেখ্য, দারিউস মেহেরজুইয়ের বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর স্ত্রী চিত্রনাট্য ও সিনেমার গল্প লিখতেন।
মন্তব্য করুন