বাংলাদেশের চলচ্চিত্র সংসদগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হয়েছে। ১৯৭৩ সালের ২৪ অক্টোবর ঢাকায় প্রতিষ্ঠিত হয় এটি।
দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্ব প্রদান করে চলেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটির দাবি, এর সক্রিয়তায় দেশে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট। ফেডারেশনের দাবির পরিপ্রেক্ষিতে দেশে প্রবর্তিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চলচ্চিত্র অনুদান। বাংলাদেশে চলচ্চিত্র বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্য হয়েছে চলচ্চিত্র সংসদ আন্দোলনেরই ধারাবাহিক প্রয়াস ও প্রচেষ্টায়।
গত ৫০ বছরের পথচলায় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি হিসেবে নেতৃত্ব প্রদান করেছেন আলমগীর কবির, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, চলচ্চিত্রকার বাদল রহমান, চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা মুহম্মদ খসরু, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ। এরই ধারাবাহিকতায় বর্তমানে এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি এবং সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেশের চলচ্চিত্র সংসদগুলোর প্রাক্তন ও বর্তমান চলচ্চিত্র সংসদকর্মীদের পুনর্মিলনী, মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হয়।
মন্তব্য করুন