আমাজন প্রাইমের বহুল আলোচিত ওয়েবসিরিজ ‘পোচার’। (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার মুক্তি পেয়েছে সিরিজটি। এটি পরিচালনা করেছেন ‘দিল্লি ক্রাইম’খ্যাত কানাডিয়ান নির্মাতা রিচি মেহতা। খবর: আইএমডিবি
ওয়েবসিরিজ ‘পোচার’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। যার বাংলা অর্থ ‘চোরাশিকারি’। ইনভেস্টিগেটিভ ও ক্রাইমধর্মী এ সিরিজে তুলে ধরা হয়েছে একটি চোরাচালানকারী চক্রের গল্প, যারা হাতি শিকার করে দাঁতগুলো পাচার করে দেয়। নীরবতার আড়ালে তামিলনাড়ুর গভীর জঙ্গলে নিরিবিলি পরিবেশে এই কর্মকাণ্ড চালায় দক্ষিণ এশিয়ার প্রভাবশালী একটি মাফিয়াচক্র। সেই রহস্য উন্মোচন হয়েছে আজ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরিজটি আমাজন প্রাইমে প্রিমিয়ার হয়।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ চোরাচালানের কাহিনিতে নির্মিত আমাজন প্রাইমের এই অরিজিনাল সিরিজ। পরিচালনার পাশাপাশি এর গল্প লিখেছেন নির্মাতা রিচি মেহতা নিজেই। অভিনয়ে রয়েছেন নিমিশা সজায়ান, রোশন ম্যাথিউ, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ। ওয়েব সিরিজটি ইংরেজি, হিন্দি ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে।
মন্তব্য করুন