কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র নাটক ওয়েবসিরিজে ধূমপান ও মাদক সেবনের প্ররোচনা বন্ধের আহ্বান 

আইইউবিএটি-এর উদ্যোগে অনুষ্ঠিত তামাক ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি। ছবি : কালবেলা
আইইউবিএটি-এর উদ্যোগে অনুষ্ঠিত তামাক ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি। ছবি : কালবেলা

অপসংস্কৃতির আগ্রাসন ঠেকাতে এবং স্বাস্থ্যবান জাতি গঠনে চলচ্চিত্র, নাটক এবং ওয়েবসিরিজে পছন্দের শিল্পীকে দিয়ে ধূমপান ও মাদক সেবনের প্ররোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মানস-মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর উদ্যোগে উত্তরায় অনুষ্ঠিত তামাক ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানান শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব মিয়া এবং সম্মানিত অতিথি ছিলেন মানস সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। কর্মসূচিতে আইইউবিএটির শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক ও তামাক নিয়ন্ত্রণ কর্মীরা অংশগ্রহণ করেন।

অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এর পরেই কর্মজীবন এবং পরিবারসহ রাষ্ট্রের নানাবিধ দায়িত্ব গ্রহণ করার সময়। এই সময়ে তামাক বা মাদকের হাতছানি এড়িয়ে চলতে হবে। তরুণদের পছন্দের বিনোদন মাধ্যম চলচ্চিত্রে ধূমপান, মাদক সেবনের দৃশ্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তরুণরা বিপথগামী হলে বাংলাদেশ উন্নয়নের গতিপথ থেকে ছিটকে যেতে পারে। কারণ, সুস্থ-সবল জনগোষ্ঠী উন্নয়নের চাবি কাঠি।

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, দেশে কিশোর গ্যাং নামক অপসংস্কৃতিসহ সামাজিক অপরাধ বাড়ছে। কিশোর-তরুণদের মধ্যে ধূমপান ও মাদকাসক্তি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে, যা উদ্বেগজনক! এমতাবস্থায়, বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে ধূমপানের দৃশ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। ছোটরা অনুকরণপ্রিয়। সেলিব্রেটিদের হাতে সিগারেট, এলকোহল তরুণদের মধ্যে বিপথগামী পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের রূপ ধারণ করতে পারে কারণ, এসব দৃশ্য কিশোর-তরুণদের নেশায় প্ররোচনা দিচ্ছে। তাই এখনই সচেতনতা বৃদ্ধির সময়। আগামীতে চিকিৎসা খাতের চাপ ও স্বাস্থ্য ব্যয় কমানোর লক্ষ্যে আজকের কিশোর-তরুণদের ধূমপানসহ সকল ক্ষতিকর নেশা থেকে বিরত রাখতে সচেতনতা কর্মসূচির বিকল্প নেই।

অবস্থান ও লিফলেট বিতরণের পর একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ফেস্টুনে তরুণরা কর্মসূচিতে নাটক, সিনেমা, ওয়েবসিরিজে ধূমপানের দৃশ্য বন্ধ করুন : কিশোর-তরুণরা বিপথগামী হলে পথ হারাবে দেশ!- ওটিটি প্ল্যাটফর্মের খসড়া নীতিতে ধূমপানের দৃশ্য বন্ধের উদ্যোগ নিন, কিশোর-তরুণদের বাঁচান- ধূমপান ও মাদক সেবন বিনোদন নয়, মৃত্যু ও ভোগান্তির কারণ শীর্ষক দাবিসমূহ তুলে ধরেন। তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণের প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মানস এর প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত কর্মসূচি পরিচালনা করেন। নার্সিং বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এতে বক্তব্য রাখেন এবং ধূমপানবিরোধী গান পরিবেশন করেন।

এ সময় চলচ্চিত্রে ধূমপান ও মাদকের পরিবর্তে সমাজ সচেতনতা ও দেশপ্রেমসহ ইতিবাচক বিষয় ফুটিয়ে তুলতে পরিচালক, প্রযোজক ও শিল্পী-কলাকূশলীদের প্রতি আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

১০

বিএনপির এক উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা 

১১

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

১৪

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

১৫

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

১৮

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৯

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

২০
X