ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল। রবিবার (৩ মার্চ) ছিল এর ১৪ নম্বর সিজনের ফাইনাল। এবারের ট্রফি উঠেছে কানপুরের বৈভবের হাতে। খবর : ইন্ডিয়া টুডে
এ দিন টপ সিক্স দিয়ে শুরু হয় ফাইনালের অনুষ্ঠান। যেখানে নাম ছিল ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্তা, রাজস্থানের পীযুশ পানওয়ার-এর। সবাইকে পেছনে ফেলে শেষ হাসি হাসেন বৈভব গুপ্তা।
পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বৈভব বলেন, ‘এই শোয়ে প্রথম যেদিন আসি। সেদিন থেকেই আমি স্বপ্ন দেখতে থাকি সেরা হবা। সেই স্বপ্ন পূরণের চেষ্টায় আমি কোনো কমতি রাখিনি। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। এই প্ল্যাটফর্ম থেকেই সংগীতে আমি অনেক দূর যেতে চাই।’
এবারের সিজনে বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু।
মন্তব্য করুন