গত বছরের ১০ নভেম্বর দ্বিতীয়বারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় কোক স্টুডির দ্বিতীয় সিজন। এবার আসছে এর তৃতীয় সিজন।
আগের ঘোষণা অনুযায়ী মে মাসের মাঝামাঝি সময়ে নতুন সিজন শুরু হবে। এখন চলছে প্রস্তুতি। কালবেলাকে এমনটি নিশ্চিত করেছেন আয়োজনের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র। সূত্র জানান, ‘দ্বিতীয় সিজন শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরি অর্ণবের তথ্য অনুযায়ী তৃতীয় পর্ব মে মাসে আসছে। যার প্রস্তুতি শিগগির শুরু হবে। এবারের পর্বেও দর্শকের জন্য বেশকিছু চমক রাখা হবে।’
তবে গানের কাজগুলো খুব গোপনীয়তার মধ্যে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। হাসন রাজার ‘দিলারাম’ গান দিয়ে শেষ হয় দ্বিতীয় সিজনটি। এই সিজনের শেষ গানটির সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরি অর্ণব। গানটিতে কণ্ঠ দেন হামিদা বানু। এবার তৃতীয় সিজনের অপেক্ষায় শ্রোতা ও অনুরাগীরা।
মন্তব্য করুন