

‘আমি আন্তরিকভাবে দুঃখিত’— সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এমন একটি পোস্ট দিয়েই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রথম দেখায় এটিকে সাধারণ কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়ার বার্তা মনে হলেও, এর ভেতরের গল্প সম্পূর্ণ ভিন্ন।
এটি আসলে সামাজিক যোগাযোগমাধ্যমের এক নতুন ট্রেন্ড, যেখানে সফল ব্যক্তিরা নিজেদের জনপ্রিয়তা ও সাফল্যকেই মজার ছলে তুলে ধরছেন। সম্প্রতি প্রায় প্রতিটি সেক্টরের সফল ব্যক্তিরাই এই নতুন ধারায় গা ভাসিয়েছেন। তারা বিবৃতি জারি করে ‘ক্ষমা’ চাইছেন, তবে সেই ‘ক্ষমা’র আড়ালে কৌশলে তুলে ধরা হচ্ছে নিজেদের অপ্রতিরোধ্য দক্ষতা।
সেই তালিকাতেই এবার যুক্ত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইমন যে ছবিটি পোস্ট করেছেন, তাতে বড় বড় অক্ষরে লেখা, ‘আমরা দেখতে পাচ্ছি ইমন চক্রবর্তীর সাম্প্রতিকতম পারফরম্যান্স, গান শ্রোতাদের ভীষণ মুগ্ধ করেছে। অজান্তেই এই গান গেয়ে চলেছেন সকলে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সুন্দর পরিবেশনা থেকে শুরু করে স্টেজে অসাধারণ পাওয়ার প্যাকড মুহূর্ত, মানুষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। আমরা অল্প সময়ের মধ্যে হয়তো বেশি সুন্দর সুন্দর গান উপহার দিয়ে ফেলেছি।’
এই অভিনব ‘ক্ষমা’ চাওয়ার কারণ ব্যাখ্যা করে গায়িকার টিমের পক্ষ থেকে লেখা হয়, ‘আমরা বুঝতে পারছি, আমাদের কারণে আপনাদের চোখের কোণ ভিজেছে, লিভিং রুমে হঠাৎ করে সবাই গান গাইতে শুরু করে দিচ্ছেন। তাই আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এইভাবে অফুরান ভালোবাসার মাধ্যমে আপনাদের মনে জায়গা করে নেওয়ার জন্য।’
তবে এই বিনয়ী বার্তার শেষেই রয়েছে আসল চমক। পোস্টের শেষে লেখা, ‘কিন্তু সত্যি বলতে, আমরা এখনই এটা থামাবো না।’
উল্লেখ্য, শুধু ইমন চক্রবর্তী নন, বিগত কয়েক মাস ধরে এই অভিনব কায়দায় নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে দেখা গিয়েছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স থেকে শুরু করে আদানি গ্রুপকেও।
মন্তব্য করুন