

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। তবে বাংলা টিভি সিরিয়ালের পাশাপাশি হিন্দি সিরিয়ালেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ভারতের মুম্বাইয়ের বাসিন্দা তিনি। কলকাতা থেকে দূরে থেকেও বড়দিন কেমন কাটছে এবার সেই অনুভূতি ভক্তদের মাঝে শেয়ার করলেন এই সুন্দরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে বড়দিন নিয়ে নিজের ইচ্ছের কথা বলেছেন অদ্রিজা। বড়দিনের ইচ্ছে নিয়ে বলতে গিয়ে অদ্রিজা বলেন, ‘আমার কাছে যে কোনো উৎসব উদযাপন করা মানে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো। বড়দিনেও আমার তাই প্ল্যান রয়েছে।‘
তিনি আরও বলেন, এছাড়াও বড়দিন মানে আমার কাছে খুব ধীর গতিতে শুরু করা একটা অলস দিন। যে দিনে কোনও তাড়া থাকবে না। বাড়ির সকলের সঙ্গে, কাছের মানুষদের নিয়েই আমি এই দিনটা কাটাতে ভালোবাসি। আমার বড়দিনের উদযাপনে কোনও আড়ম্বর থাকে না। আমি খুব সাধারণভাবেই এই দিনটা কাটাতে ভালোবাসি। এবছরও তার ব্যাতিক্রম হবে না। প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাবো। সুস্বাদু খাবার খাব আর সুন্দর একটা দিন কাটাব। ব্যস্ত কাজের শিডিউলে এটুকুই তো জীবনের সেরা প্রাপ্তি।
ছোটবেলার বড়দিন কেমন কাটত এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলার বড়দিনটা সত্যিই অন্যরকম কাটত। সারা বাড়ি সাজানো থেকে কেক খাওয়া সবটা মিলিয়ে ছোটবেলার বড়দিন ছিল ভীষণ আনন্দের। বড়দিনের উপহারের জন্য অপেক্ষা করা থেকে বাড়িতে কেক, মিষ্টি বানানো, জমজমাট খাওয়াদাওয়া সব মিলিয়ে দিনটা এক্কেবারে অন্যরকম হয়ে উঠত।‘
উল্লেখ্য, ২০১৬ সালে ‘বেদিনী মলুয়ার কথা’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু হয় অদ্রিজার। এর পর পটল কুমার গানওয়ালা, সন্যাসী রাজার মতো একাধিক সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয় অর্জন করেন এই অভিনেত্রী। বর্তমানে বাংলা ধারাবাহিকের পাশাপাশি হিন্দি সিরিয়ালেও বেশ সুনাম অর্জন করছেন এই সুন্দরী।
মন্তব্য করুন